Adani Invest: ৮৭০০ কোটি বিনিয়োগ আদানির, চাকরি হবে ১০ হাজারের

বিহারে চলছে বিজনেস সামিট। নীতীশ কুমারের সরকার আয়োজন করেছে বিহার বিজনেস কানেক্ট ২০২৩। সেখানে আদানি এন্টারপ্রাইজের চেয়ারম্যান এই বিনিয়োগের ঘোষণা করেছেন। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কর্মসংস্থানের আশাও জাগিয়েছেন। বিহারকে এখন বিনিয়োগের আকর্ষণীয় জায়গা বলেও মনে করছে আদানি গ্রুপ।

Adani Invest: ৮৭০০ কোটি বিনিয়োগ আদানির, চাকরি হবে ১০ হাজারের
গৌতম আদানি Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 5:33 PM

পটনা: বড় বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ। বিভিন্ন ক্ষেত্রের এই বিনিয়োগ কাজে লাগবে সার্বিক উন্নতির। একাধিক সেক্টরে মোট ৮৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তির সংস্থা। বিহারের জন্য এই বিনিয়োগের ঘোষণা করা হয়েছে আদানিদের তরফে। আদানি এন্টারপ্রাইজের ডিরেক্টর প্রণব আদানি বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। এর জেরে সরাসরি বা পরোক্ষভাবে ১০ হাজার জনের চাকরি হওয়ার আশাও দেখিয়েছেন তিনি।

বিহারে চলছে বিজনেস সামিট। নীতীশ কুমারের সরকার আয়োজন করেছে বিহার বিজনেস কানেক্ট ২০২৩। সেখানে আদানি এন্টারপ্রাইজের চেয়ারম্যান এই বিনিয়োগের ঘোষণা করেছেন। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কর্মসংস্থানের আশাও জাগিয়েছেন। বিহারকে এখন বিনিয়োগের আকর্ষণীয় জায়গা বলেও মনে করছে আদানি গ্রুপ। এ নিয়ে তিনি বলেছেন, “পরিবর্তন দেখা যাচ্ছে। সামাজিক সংস্কার, আইন পরিস্থিতি, শিক্ষা, মহিলা ক্ষমতায়নে বিশেষ পরিবর্তন এসেছে।” এর আগে আদানি গোষ্ঠী বিহারে গ্যাস সরবরাহ ক্ষেত্রে ৮৫০ কোটি টাকার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন ডিরেক্টর। সেই বিনিয়োগের পরিমাণই বাড়ানোর কথা এদিন শুনিয়েছে আদানি গোষ্ঠী।

বিহারে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগর কথা ভেবেছে আদানি গোষ্ঠী। খাদ্য-পানীয় প্রস্তুতকারী সেক্টরের পাশাপাশি কারখানাও গড়বে আদানি। সিমেন্ট তৈরির কারখানাতেই প্রায় ৩ হাজার জনের কর্ম সংস্থান হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসাও শোনা গিয়েছে আদানি গোষ্ঠীর ডিরেক্টরের কথায়। বিহারে বিনিয়োগের সুযোগ তৈরির জন্য নীতিশকে ধন্যবাদ জানাচ্ছে আদানি গোষ্ঠী।