কলকাতা: ক’দিন লাগাতার ধসের পর এবার ফের শেয়ার বাজারে গতি এসেছে। মঙ্গলবার সকাল থেকেই দুরন্ত গতি দেখা গেল একাধিক নামজাদা স্টকে। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি নতুন রেকর্ড গড়েছে। ট্রেডিং সেশনে সেনসেক্স ৭৮ হাজার পয়েন্টের গণ্ডি অতিক্রম করে ফেলেছে। অন্যদিকে, নিফটি ২৩,৭০০ পয়েন্ট অতিক্রম করে ফেলেছে। প্রকৃতপক্ষে, ব্যাঙ্কিং খাতে বড় উত্থানের কারণেই শেয়ার বাজারে দর বেড়েছে। নিফটিতে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দর ভাল বেড়েছে। অন্যদিকে, SBI-এর শেয়ারেও বাড়তে দেখা গিয়েছে। প্রযুক্তি ক্ষেত্রের স্টকের দামও বেড়েছে। যার মধ্যে রয়েছে Larsen & Toubro, Tech Mahindra এবং Infosys. বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স এদিনের ট্রেডিং সেশনে ৬৭৫ পয়েন্ট বেড়ে ৭৮,০১৬.০৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সেনসেক্স খুলেছিল ৭৭,৫২৯.১৯ পয়েন্টে।
অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বা এনএসই-র প্রধান সূচক নিফটিতেও বড় বৃদ্ধি দেখা গিয়েছে। তথ্য বলছে, নিফটি ২৩,৭১০.৪৫ পয়েন্ট নিয়ে ট্রেডিং সেশনে প্রথমবারের মতো সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছে। দেখা যাচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের দর প্রায় ৩ শতাংশ বেড়েছে। নতুন দাম ১২৬৩.৫০ পয়েন্টে পৌঁছে গিয়েছে। শ্রীরাম ফাইন্যান্সে ২.৭০ শতাংশ বৃদ্ধি, ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের শেয়ারে ২.২৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ারে দেড় শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
ব্যাঙ্কিং সেক্টরে ভাল লাভের মুখ দেখা গেলেও অন্য খাতে কিন্তু ভালই পতন দেখা গিয়েছে। পতন অব্যাহত রয়েছে আদানি গ্রুপের শেয়ারগুলিতে। টাটা স্টিলের শেয়ারে দেড় শতাংশ পতন দেখা গিয়েছে। অটো মোবাইল সেক্টরেও খুব একটা বৃদ্ধি দেখা যায়নি। ওএনজিসি-র মতো নামজাদা স্টকেও প্রায় ১ শতাংশের পতন দেখা গিয়েছে।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।