Rs. 2000 Note: না দেখা যাচ্ছে ATM-এ, না বাজারে! ২০০০ টাকার নোট সব যাচ্ছে কোথায়?

Rs 2000 Note: একটা সময় ছিল, যখন এটিএম হোক বা বাজারে, সেই সময় সব জায়গাতেই খালি ২০০০ টাকার নোটই চোখে পড়ত। কিন্তু বছর খানেক পেরিয়ে আসার পর আজকের দিনে ২০০০ টাকার নোট সেভাবে চোখেই পড়ে না।

Rs. 2000 Note: না দেখা যাচ্ছে ATM-এ, না বাজারে! ২০০০ টাকার নোট সব যাচ্ছে কোথায়?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 6:30 AM

নয়া দিল্লি: সেদিনের কথা এখনও দেশবাসীর মনে স্পষ্ট। ২০১৬ সাল। ৮ নভেম্বর। ঘড়িতে তখন রাত আটটা। টেলিভিশনের পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ঘোষণা করলেন নোটবন্দির (Demonetization)। রাতারাতি অচল হয়ে গিয়েছিল পুরনো ৫০০ টাকার নোট, ১০০০ টাকার নোট। বাজারে এসেছিল নতুন ৫০০ টাকার নোট। ২০০০ টাকার নোটও বাজারে আসে নোটবন্দির পরে। দেশবাসীর কাছে তখন ২০০০ টাকার নোট এক্কেবারে নতুন। এটিএম কাউন্টারের বাইরে লাইনে দাঁড়ালেই তখন চারিদিকে ২০০০ টাকার নোট। এটিএম হোক বা বাজারে, সেই সময় সব জায়গাতেই খালি ২০০০ টাকার নোটই চোখে পড়ত। কিন্তু বছর খানেক পেরিয়ে আসার পর আজকের দিনে ২০০০ টাকার নোট সেভাবে চোখেই পড়ে না।

একটা সময় ছিল, যখন সর্বত্রই ২০০০ টাকার নোট দেখা যেত। কিন্তু এখন এটিএম হোক বা বাজারে, খুব একটা বেশি দেখা যায় না সেগুলি। ২০০০ টাকার নোট বাজারে কম দেখা যেতেই বিষয়টি নিয়ে সংসদেও প্রশ্ন উঠতে শুরু করে। এই ২০০০ টাকার নোটগুলো যাচ্ছে কোথায়? রিজার্ভ ব্যাঙ্ক কি ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে? আগে থেকে যে নোটগুলি রয়েছে, সেগুলি কি ব্যাঙ্ক আর এটিএম-এ রাখছে না?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই সংসদে এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। নির্মলা সীতারমন সংসদে বলেছেন, ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে ২০০০ টাকার নোট এটিএম-এ রাখবে কি না সেই ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে। এ তো গেল এটিএম-এর কথা। এবার দেখা যাক বাজারে কেন কমে যাচ্ছে ২০০০ টাকার নোট?

আজকাল বাজারে আর আগের মতো ২০০০ টাকার নোট দেখা যায় না। রিজার্ভ ব্যাঙ্কও তাদের বার্ষিক রিপোর্টে স্পষ্ট করে দিয়েছে, তারা ২০০০ টাকার নোট বাজারে ছাড়া কমিয়ে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০১৯-২০ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, আপনি এখন বাজারে যদি কোনও ২০০০ টাকার নোট দেখতে পান, সেটি পুরনো নোটই। যেহেতু নতুন করে নোট ছাপানো হচ্ছে না, তাই মার্কেটে ২০০০ টাকার নোটের সার্কুলেশনও কমে গিয়েছে। আর সেই কারণে বাজারে কম দেখা যাচ্ছে ২০০০ টাকার নোট।

অর্থাৎ, ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গেলেও বাজারে এখনও সচল রয়েছে এই নোট। যদি কেউ আপনার থেকে ২০০০ টাকার নোট নিতে না চায়, তাহলে আপনি ব্যাঙ্কে অভিযোগ জানাতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের এই বিষয়ে একাধিকবার সচেতন করা হয়েছে।