Elon Musk, Grok AI: Grok কি সত্যিই ভবিষ্যৎ বলতে পারবে?
Artificial Intelligence, Grok AI: এই প্রযুক্তি গোটা বিশের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। অর্থনৈতিক পূর্বাভাস থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলার মতো ক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

ইলন মাস্ক ও তাঁর একাধিক সংস্থা কিন্তু প্রায় সর্বদায় আলোচনার কেন্দ্রে থাকে। আর এবার তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা না আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংস্থা গ্রক এআই হঠাৎই এসে গিয়েছে খবরের শিরোনামে। মাস্কের নতুন বাজি Grok-এর ভবিষ্যৎ বলার ক্ষমতা। নিজের X হ্যান্ডেল থেকে মাস্ক একটি লাইভ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের লিঙ্ক শেয়ার করেছেন। তাঁর মতে, এটি নাকি কোনও কৃত্রিম বুদ্ধিমত্তার আসল পরীক্ষা।
Grok 4 ranks #1 on the latest FutureX benchmark for real-world predictions surpassing GPT-5 Pro pic.twitter.com/CyccOdDTAI
— X Freeze (@amXFreeze) September 4, 2025
FutureX প্ল্যাটফর্মটি কী?
মাস্ক যে লিঙ্কটি শেয়ার করেছেন সেটি FutureX প্ল্যাটফর্মের। এই প্ল্যাটফর্মটি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে রাজনীতি, অর্থনীতি বা খেলাধুলার মতো বাস্তব জগতের ঘটনা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে দেয়। এর মাধ্যমে এই এআই মডেলগুলোর পারফরম্যান্সের রিয়েল-টাইমে কত স্কোর হল, তা বোঝা যায়।
Grok কেন এত গুরুত্বপূর্ণ?
মাস্ক জোর দিয়ে বলছেন যে Grok শুধু কথা বলার AI নয়। এটি ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস দিতেও সক্ষম। তাঁর মতে Grok-এর ‘এক্সপার্ট’ এবং ‘হেভি’ মোডকে উন্নত প্রম্পট বা লজিক দিলে তার ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা রয়েছে। গত মাসেই xAI তাদের Grok 2.5 মডেলটিকে ওপেন সোর্স করেছে। আগামী ছয় মাসের মধ্যে Grok 3 এবং তারপর Grok 5-কেও ওপেনও সোর্স করার পরিকল্পনা রয়েছে মাস্কের।
এই প্রযুক্তি গোটা বিশের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। অর্থনৈতিক পূর্বাভাস থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলার মতো ক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আর এআই যদি সত্যই ঘরে বসে সেই কাজ করে দেয়, তাহলে আগামীর অনেক কষ্টই কিন্তু কমে যাবে।
