Adani Share Price Today: হিন্ডেনবার্গের ঝাঁপ বন্ধ হতেই বাজারে নতুন করে গতি পেল আদানির শেয়ার

Adani Share Price Today: এদিন সেই হিন্ডেবার্গ রিসার্চ বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে গতি পেয়েছে আদানির একাধিক শেয়ার। এমনটাই দাবি করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

Adani Share Price Today: হিন্ডেনবার্গের ঝাঁপ বন্ধ হতেই বাজারে নতুন করে গতি পেল আদানির শেয়ার
আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিImage Credit source: sefa ozel/E+/Getty Images | PTI
Follow Us:
| Updated on: Jan 16, 2025 | 3:13 PM

কলকাতা: বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ। শুনতেই হাসি ফুটল আদানির শেয়ারে বিনিয়োগকারীদের। চিন্তা নামল মাথার উপর থেকে। কারণ গত দু’বছর ধরে আদা-জল খেয়ে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানির পিছনে লেগেছিল আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এনেছিল একাধিক অভিযোগও।

এদিন সেই হিন্ডেবার্গ রিসার্চ বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে গতি পেয়েছে আদানির একাধিক শেয়ার। এমনটাই দাবি করছেন আর্থিক বিশেষজ্ঞরা। সকালের প্রথম ট্রেডেই ৯ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে আদানির একাধিক শেয়ারে। বৃদ্ধি পেয়েছে আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি ও আদানি এন্টারপ্রাইজ। যথাক্রমে ৯ শতাংশ বৃ্দ্ধি পেয়েছে আদানি পাওয়ার ও আদানি গ্রিন এনার্জি। ৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে আদানি এন্টারপ্রাইজ।

প্রভাব ফেলল হিন্ডেনবার্গ

গত দু’বছর ধরে যখন আদানির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে হিন্ডেনবার্গ রিসার্চ। ঠিক তখনই তা প্রভাব ফেলেছে আদানি গোষ্ঠীর শেয়ারে। আর আজ যখন সংস্থা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করল হিন্ডেনবার্গের প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। তখন আদানি শেয়ারে যে প্রভাব পড়বে না, এমনটাও আবার হতে পারে নাকি? সকালের প্রথম ট্রেডেই দর বাড়ল একাধিক শেয়ারের। চওড়া হাসি ফুটল বিনিয়োগকারীদের মুখে।

কেন বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ?

জানা গিয়েছে, তাঁদের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে, এমনটাই দাবি তুলে এই বিরাট অধ্যায়ে দাঁড়ি টানল হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। তাঁর দাবি, ‘আমরা মোটামুটি যতগুলি পরিকল্পনা নিয়ে কাজে নেমেছিলাম, সবগুলোরই লক্ষ্যপূরণ হয়েছে। তাই আপাতত আমি এই সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’