Bank Holidays In Puja : পুজোয় কদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? এক নজরে দেখে নিন তালিকা

Bank Holidays In Puja : অক্টোবরে বাঙালির হাজার পুজো লেগে রয়েছে। তাই ব্যাঙ্কের দরজা বন্ধও থাকছে বেশ কয়েকদিন।

Bank Holidays In Puja : পুজোয় কদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? এক নজরে দেখে নিন তালিকা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 12:51 PM

আজ মহাসপ্তমী। রাজ্য জুড়ে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি। করোনা মহামারি পেরিয়ে দু’বছর বাঁধ ভাঙা পুজো। পুজোর হাওয়া ব্যাঙ্ক কর্মীদের মধ্যেও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তবে উৎসবেও মাঝে জরুরি প্রয়োজনে ব্যাঙ্কের দ্বারস্থ অনেককেই হতে হয়। তাছাড়া মাসের প্রথমও বটে। পেনশনেরও একটা বিষয় থেকেই যায়। তবে এই পুজোর আবহে ব্যাঙ্কের দরজা যেকোনও দিন খোলা থাকবে না। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে একবার ছুটির তালিকায় চোখ বুলিয়ে যাওয়াই ভাল। গোটা অক্টোবর জুড়েই বিভিন্ন ছুটি লেগেই রয়েছে। মাসের প্রত্যেক রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার করে তো এমনিতেই ছুটি রয়েছে। এছাড়া রয়েছে ছুটির লম্বা তালিকাও। এবার এক নজরে ছুটির তালিকা দেখে নেওয়া যাক।

২ অক্টোবর : রবিবার             গান্ধী জয়ন্তী

৩ অক্টোবর : সোমবার            মহা অষ্টমী

৪ অক্টোবর : মঙ্গলবার           মহা নবমী

৫ অক্টোবর : বুধবার             বিজয়া দশমী

৮ অক্টোবর : শনিবার      মাসের দ্বিতীয় শনিবার

৯ অক্টোবর : রবিবার       লক্ষ্মী পুজো

১৬ অক্টোবর : রবিবার

২২ অক্টোবর : শনিবার    মাসের চতুর্থ শনিবার

২৩ অক্টোবর : রবিবার

২৪ অক্টোবর : সোমবার       দীপাবলি

২৫ অক্টোবর : মঙ্গলবার     দিওয়ালি

৩০ অক্টোবর : রবিবার