Bank Share: এই ব্যাঙ্কে বিনিয়োগকারীদের জন্য সুখবর, বিনা পয়সায় শেয়ার পেতে চলেছেন তাঁরা!
Bonus Share: জানা গিয়েছে ১৯ জুলাই, শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটির পরিচালন পর্ষদ। আর তারা অনুমোদন দিলেই এই সংস্থায় বিনিয়োগকারীরা পাবেন বোনাস স্টক।

শেয়ার মার্কেটে নথিভুক্ত হওয়ার পর এই প্রথম বিনিয়োগকারীদের বিনা পয়সায় বাড়তি স্টক দিতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। জানা গিয়েছে ১৯ জুলাই, শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটির পরিচালন পর্ষদ। আর তারা অনুমোদন দিলেই এই সংস্থায় বিনিয়োগকারীরা পাবেন বোনাস স্টক।
এইচডিএফসি ব্যাঙ্ক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাদেরেই বোনাস স্টক বিলির বিষয়টা বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি চলতি অর্থবর্ষে ইন্টারিম ডিভিডেন্ডের ঘোষণাও করতে পারে এই সংস্থাটি। শেয়ার বাজারকে দেওয়া এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানটি। যদিও বিনিয়োগকারীরা কবে ডিভিডেন্ড বা বোনাস স্টক পাবেন, তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, ১৯ জুলাই চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করবে এইচডিএফসি ব্যাঙ্ক। তথ্য বলছে, গত ৬ মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশের বেশি।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
