Lakshadweep Flight: ইন্ডিগোর দৌলতে হাতের মুঠোয় লাক্ষাদ্বীপ! চলতি মাসেই শুরু হচ্ছে সরাসরি বিমান
Lakshadweep Flight: লাক্ষা দ্বীপের প্রবেশদ্বার আগাত্তি দ্বীপ। এখানে ছোট্ট অন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। আগামী ৩১ মার্চ থেকে বেঙ্গালুরু থেকে আগত্তি পর্যন্ত ৭৮ জন বিশিষ্ট ছোট উড়ান চালনা শুরু করবে ইন্ডিগো। আপাতত একটি রুট থেকে চালু করলেও শীঘ্রই অন্য রুটে চালু হবে বিমান।
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর থেকেই চর্চায় উঠে এসেছে লাক্ষাদ্বীপ। এর মধ্যে মলদ্বীপ সরকারের তির্যক মন্তব্য দেশবাসীকে মলদ্বীপ-বিমুখ করে তুলেছে। এখন প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ভ্রমণপিপাসু বহু মানুষ লাক্ষাদ্বীপ ট্যুরে যাওয়ার প্ল্যান করছেন। পর্যটক টানতে লাক্ষাদ্বীপে বিলাসবহুল হোটেল গড়ার প্রস্তুতিও নিয়েছে টাটা গোষ্ঠী। এবার লাক্ষাদ্বীপ যাত্রা সহজ করতে বিশেষ উদ্যোগ নিল ইন্ডিগো বিমান সংস্থা।
এবার বেঙ্গালুরু থেকে সরাসরি লাক্ষাদ্বীপে পৌঁছে যাওয়া যাবে। শুধু ঘোষণা নয়, চলতি মাসেই বিমান চালানোর তোড়জোড় শুরু করে দিয়েছে ইন্ডিগো। ইন্ডিগো সূত্রে খবর, আগামী ৩১ মার্চ থেকে বেঙ্গালুরু-লাক্ষাদ্বীপ বিমান চলাচল শুরু হবে।
লাক্ষা দ্বীপের প্রবেশদ্বার আগাত্তি দ্বীপ। এখানে ছোট্ট অন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। আগামী ৩১ মার্চ থেকে বেঙ্গালুরু থেকে আগত্তি পর্যন্ত ৭৮ জন বিশিষ্ট ছোট উড়ান চালনা শুরু করবে ইন্ডিগো। আপাতত কেবল বেঙ্গালুরু থেকে বিমান চালু হলেও শীঘ্রই কলকাতা থেকেও সরাসরি আগাত্তি বিমান চলাচল শুরু হবে বলে বলে ইন্ডিগো সূত্রে খবর। প্রসঙ্গত, দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা দেশ-বিদেশ মিলিয়ে প্রতিদিন ২,০০০ উড়ান পরিচালনা করে।