Banking News: রবিবারও খোলা থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন তালিকা

Banking News: কেন্দ্রীয় সরকারের থেকে অনুরোধ করা হয়েছে, যেসব ব্যাঙ্কগুলি সরকারি রশিদ ও পেমেন্টের কাজ করে, তারা যেন আগামী ৩১ মার্চ তাদের পরিষেবা চালু রাখে। যাতে ২০২৩-২০২৪ অর্থবর্ষের সমস্ত রশিদ ও পেমেন্টের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য এই অনুরোধ করা হয়েছে। এর মানে হল, সব ব্যাঙ্কের শাখা খোলা থাকবে না ওই রবিবার। শুধুমাত্র যেগুলি এজেন্সি ব্যাঙ্ক, সেগুলিই খোলা রাখা হবে।

Banking News: রবিবারও খোলা থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন তালিকা
ব্যাঙ্কের ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 22, 2024 | 12:06 AM

নয়া দিল্লি: রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক। কী ভাবছেন? সত্যিই, আগামী ৩১ মার্চ, রবিবার বেশ কিছু ব্যাঙ্ক খোলা রাখা হবে। কেন্দ্রীয় সরকারের থেকে অনুরোধ করা হয়েছে, যেসব ব্যাঙ্কগুলি সরকারি রশিদ ও পেমেন্টের কাজ করে, তারা যেন আগামী ৩১ মার্চ তাদের পরিষেবা চালু রাখে। যাতে ২০২৩-২০২৪ অর্থবর্ষের সমস্ত রশিদ ও পেমেন্টের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য এই অনুরোধ করা হয়েছে। এর মানে হল, সব ব্যাঙ্কের শাখা খোলা থাকবে না ওই রবিবার। শুধুমাত্র যেগুলি এজেন্সি ব্যাঙ্ক, সেগুলিই খোলা রাখা হবে। অর্থাৎ, আপনি চাইলেই ব্যাঙ্ক যে কোনও শাখায় গিয়ে সেদিন আর্থিক লেনদেনের কাজ করতে পারবেন না।

এজেন্সি ব্যাঙ্ক মানে কী?

রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ আরবিআই আইনের ৪৫ ধারা অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের সরকারি ব্যাঙ্কিং ডিভিশন ও এজেন্সি ব্যাঙ্কগুলির বিভিন্ন শাখা মিলে তৈরি একটি নেটওয়ার্ক সমস্ত সরকারি লেনদেনের কাজ করে। এক্ষেত্রে বর্তমানে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বাছাই করা কিছু বেসরকারি ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের এজেন্ট হিসেবে কাজ করে। শুধুমাত্র এজেন্সি ব্যাঙ্কগুলির নির্দিষ্ট শাখা থেকেই সরকারি ব্যাঙ্কিং কাজকর্ম করা যাবে।’ উল্লেখ্য, বর্তমানে ভারতে সরকারি কাজকর্ম পরিচালনা করার জন্য ৩৩টি এজেন্সি ব্যাঙ্ক রয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক এজেন্সি ব্যাঙ্কগুলির তালিকা

  • ব্যাঙ্ক অফ বরোদা
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
  • কানারা ব্যাঙ্ক
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক
  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
  • পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
  • স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • ইউকো ব্যাঙ্ক
  • ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড
  • সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড
  • ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড
  • ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড
  • এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড
  • আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড
  • আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড
  • আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড
  • ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
  • জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক লিমিটেড
  • কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেড
  • করুর বৈশ্য ব্যাঙ্ক লিমিটেড
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড
  • আরবিএল ব্যাঙ্ক লিমিটেড
  • সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড
  • ইয়েস ব্যাঙ্ক লিমিটেড
  • ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড
  • বন্ধন ব্যাংক লিমিটেড
  • সিএসবি ব্যাঙ্ক লিমিটেড
  • তামিলনাড় মার্কেন্টাইল ব্যাঙ্ক লিমিটেড
  • ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড