Bitcoin Surge: দেখতে সাধারণ, দর কোটি টাকা! নতুন মাত্রা ছোঁয়া এই ‘কয়েন’ কি হতে পারে সাধারণের?
Bitcoin Hits All Time High: যা বজায় থাকল চলতি বছরেও। রবিবার এক ধাক্কায় ৩ শতাংশ লাফিয়ে নিজের সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলল বিটকয়েন। ফ্যালকন এক্স নামে একটি ক্রিপ্টো ব্রোকার সংস্থার এক কর্তা বললেন, 'শুধুই বিটকয়েন নয়। বর্তমানে ইক্যুইটি, সোনা-সহ একাধিক বিনিয়োগ মাধ্যমই নিজের সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলেছে।'

বিটকয়েনের মাহাত্ম্যImage Credit: Getty Image
নয়াদিল্লি: এই ‘কয়েন’ সাধারণ কোনও ‘কয়েন’ নয়। দেখতে আর পাঁচটা ভারতীয়র পকেটে থাকা ৫ টাকার ‘সোনালী কয়েনের’ মতো হলেও এর মূল্য ভাবনার বাইরে। সেই ‘বিটকয়েন’ এবার ছুঁয়ে ফেলল নতুন রেকর্ড। মাস কয়েক আগে নিজের সর্বোচ্চ দরে পৌঁছে হয়েছিল ১ কোটি টাকা। এবার তা ছুঁয়ে ফেলল ১ কোটি ১০ লক্ষ ৯৫ হাজার টাকা গন্ডি। ভাবছেন এই কয়েন বাগে আনা সম্ভব কি না?
রবিবার ক্রিপ্টোকারেন্সি (বিনিয়োগের আধুনিকতম দুনিয়া) জগতে জোয়ার এনেছে ‘বিটকয়েন’। ওই জগতের একমাত্র শুকতারা ছুঁয়ে ফেলেছে তার সর্বোচ্চ রেকর্ড। বিটকয়েন ছুটছে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলারের গন্ডি। ওয়াকিবহাল মহল বলছে, বিটকয়েনের জন্য অক্টোবর শুভ মাস। গত ১০ বছর ধরে এই মাসেই নানা রেকর্ড গড়েছে এই ক্রিপ্টোকারেন্সি। যা বজায় থাকল চলতি বছরেও। রবিবার এক ধাক্কায় ৩ শতাংশ লাফিয়ে নিজের সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলল বিটকয়েন। ফ্যালকন এক্স নামে একটি ক্রিপ্টো ব্রোকার সংস্থার এক কর্তা বললেন, ‘শুধুই বিটকয়েন নয়। বর্তমানে ইক্যুইটি, সোনা-সহ একাধিক বিনিয়োগ মাধ্যমই নিজের সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলেছে।’
বিনিয়োগ বুদ্ধিমানের কাজ হবে?
বিটকয়েন না হয় কোটি টাকার দর ছুঁয়ে ফেলেছে, কিন্তু এতে কি সাধারণের লাভ রয়েছে? বা এখনও কি ফায়দা তোলার জায়গা রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েনে বিনিয়োগের সময় এখনও ফুরোয়নি। আগে বিনিয়োগ করলে লাভ বেশি হত। তবে এখনও সময় মোটেই শেষ হয়নি। একাংশের অনুমান, বিটকয়েনের দর আগামী কয়েক দশকে ১ মিলিয়ন বা ১০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত যাবে। তাই সময় এখনও ফুরোয়নি বললেই চলে। বর্তমানে ভারতে বেশ কয়েকটি ব্রোকার অ্যাপও বিটকয়েনে বিনিয়োগের পথ খুলে দিয়েছে। যেখানে খুব সামান্য টাকাতেই বিনিয়োগ শুরু করা সম্ভব।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
