দালাল স্ট্রিটে রক্তবন্যা, ২৬০০ পয়েন্ট পতন হল সেনসেক্সের সূচকে, লাখ লাখ টাকা উধাও নিমেষে
Share Market: সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স ১৫৩৩.১১ পয়েন্ট পতন হয়। বর্তমানে সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৯৪৪৮.৮৪ অঙ্কে। অন্যদিকে নিফটি-ও ৪৬৩.৫০ পয়েন্ট পতন হয়েছে।
মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই রক্তাক্ত দালাল স্ট্রিট। ব্যাপক ধস সেনসেক্স-নিফটিতে। সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স ১৫৩৩.১১ পয়েন্ট পতন হয়। পরে সেই সূচকে আরও পতন হয়। বর্তমানে সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৮৩৮৫.৪৯ অঙ্কে। অন্যদিকে নিফটি-ও ৪৬৩.৫০ পয়েন্ট পতন হয়েছে। নিফটি৫০ সূচক নেমে দাঁড়িয়েছে ২৪২৫৪.২০ অঙ্কে।
জানা গিয়েছে, মার্কিন বাজারে আর্থিক মন্দার জেরেই ভারতীয় শেয়ার বাজারেও ধস নেমেছে। বিগত এক সপ্তাহ ধরে নিফটি৫০ ও বিএসই সেনসেক্সের সূচক ঊর্ধ্বমুখী থাকলেও, এ দিন সকালে বাজার খুলতেই হুড়মুড়িয়ে ধস নামে সেনসেক্স ও নিফটির সূচকে।
বেলা বাড়তেই সেনসেক্সের আরও পতন হয়। ২৬০০ পয়েন্ট পতন হয়ে ৭৮,৩৮৫.৪৯ অঙ্কে পৌঁছয়। নিফটির সূচকও ৪৬৩.৫০ পয়েন্ট পতন হয়ে ২৪২৫৪.২০ -এ পৌঁছয়। শেয়ার বাজারে এই ব্যাপক পতনের জেরে বিনিয়োগকারীরা ৯.৫২ লক্ষ কোটি টাকা খুইয়েছেন।
শুক্রবার মার্কিন মুলুকে চাকরির বাজার নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়, যেখানে কর্মসংস্থানের গতি আরও মন্থর হবে। ব্যপক হারে বেকারত্ব বেড়েছে আমেরিকায়। এরসঙ্গে আইটি সেক্টরেও নতুন করে ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে। এরপরই আর্থিক মন্দার শঙ্কা আরও বাড়ে। আগামী নভেম্বর মাসেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। এই নির্বাচনের আগে বিনিয়োগকারীরাও বিশেষ ঝুঁকি নিতে নারাজ।
অন্যদিকে, মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইজরায়েলের উপরে ইরান, তেহরান যেকোনও মুহূর্তেই হামলা চালাতে পারে। এই সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিরও প্রভাব পড়েছে শেয়ার বাজারে, এমনটাই অনুমান।
এছাড়া ব্যাঙ্ক অব জাপান-ও সুদের হার বৃদ্ধি করায়, জাপানের শেয়ারবাজারে ধস নেমেছে। তার প্রভাবও পড়ছে শেয়ারবাজারে।