নয়া দিল্লি : আমদানি শুল্ক কমানো গেলে কমবে সোনার দাম। আর তাতে বিক্রি বাড়তে পারে। সে কথা মাথায় রেখেই বাজেটের আগে আমদানি শুল্ক কমানোর আর্জি জানানো হল গয়না সংক্রান্ত ব্য়বয়াসী সংগঠন জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (GJEPC)- এর তরফ থেকে অর্থ মন্ত্রী নির্মলা সীতারামণের কাছে এই আর্জি জানানো হয়েছে। বিক্রি বাড়াতেই এই উদ্যোগ বলে দাবি সংগঠনের।
হীরের গয়নার ওপরেও আমদানি শুল্ক কমানোর আর্জিও জানানো হয়েছে এ দিন। জেমস্টোনা বা দামি পাথরের ওপর আমদানি শুল্ক ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করার দাবি জানানো হয়েছে।
জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের চেয়ারম্যান কলিন শাহ জানিয়েছেন, গয়না বা পাথর রফতানিকারি দেশ হিসেবে ভারত বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম। গোটা বিশ্বের গয়না বা পাথর রফতানিকারি ৫.৮ শতাংশ ভারত থেকে হয় বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, বর্তমানে এই সেক্টরে ৪১০০ কোটি ডলারের রফতানি করে ভারত। দেশের স্বাধীনতার ১০০ বছর পূর্তির আগে সেই রফতানি ১০ হাজার কোটি ডলারে পৌঁছনোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণার আর্জিও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, আমদানি শুল্ক কমানো সম্ভব হলে সোনা, রুপো বা হীরের গয়না রফতানির ক্ষেত্রে ভারত বিশ্বের এক নম্বর স্থানে চলে আসবে।
আরও পড়ুন : Covid-19 Pandemic : বর্ষপূর্তিতে আরও এক সাফল্য,৭ দিনে দেওয়া হল ৫০ লক্ষের বেশি বুস্টার ডোজ
১৯৬৬-তে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (GJEPC) তৈরি করেছিল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। দেশের রফতানি বাড়ানোর জন্যই এই সংগঠন তৈরি করা হয়েছিল। পরে এই সংগঠন স্বশাসিত তকমা পায়। এই সংগঠনের হেডকোয়ার্টার মুম্বইতে। এ ছাড়া দিল্লি, কলকাতা, চেন্নাই, সুরাট ও জয়পুরে রয়েছে অফিস।
আরও পড়ুন : Budget 2022: ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বরাদ্দ কি বাড়বে? কতটা নির্মল হবে নির্মলার বাজেট…