Budget 2024: জীবন বিমায় এবার পাবেন অনেক বেশি রিটার্ন, বাজেটে বড় এই ঘোষণা সম্পর্কে জানেন তো?

TDS Rate Changed: বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এর পাশাপাশি টিডিএসের হার কমানোরও ঘোষণা করা হয়েছে, যার ফলে এবার থেকে বিমায় মিলবে অতিরিক্ত রিটার্ন।  

Budget 2024: জীবন বিমায় এবার পাবেন অনেক বেশি রিটার্ন, বাজেটে বড় এই ঘোষণা সম্পর্কে জানেন তো?
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jul 24, 2024 | 9:59 AM

নয়া দিল্লি: পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল তাতে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল কর ব্যবস্থা। সরকারের তরফে যেমন আয়করের স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে, তেমনই স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এর পাশাপাশি টিডিএসের হার কমানোরও ঘোষণা করা হয়েছে, যার ফলে এবার থেকে বিমায় মিলবে অতিরিক্ত রিটার্ন।

২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটের প্রস্তাবে সরকার বিভিন্ন ধরনের পেমেন্টের উপর টিডিএস (TDS)-র হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে। টিডিএসের হারে এই বদলে, প্রত্যক্ষ সুবিধা পাওয়া যাবে বিভিন্ন জীবন বিমার রিটার্নে।

 বাড়বে এজেন্টদের কমিশন, গ্রাহকরা ম্যাচুরিটির পর সুবিধা পাবেন-

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, আয়কর আইনের ১৯৪ডি (194D) ধারা অনুযায়ী, এবার থেকে বিমা কমিশন পেমেন্টে ৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ টিডিএস কাটা হবে। ১ এপ্রিল, ২০২৫ থেকে নতুন বিধান কার্যকর হবে। এর ফলে বিমা এজেন্টরা ৩ শতাংশ বেশি অর্থ পাবেন

টিডিএসের হার কমায় সুবিধা পাবেন বিমাকারীরাও। এবার থেকে বিমা কোম্পানি জীবনবিমা পলিসিতে অর্থ প্রদান করে, তবে ১৯৪ডিএ (194DA) ধারার অধীনে মাত্র ২ শতাংশ টিডিএস কাটা হবে, যা আগে ছিল ৫ শতাংশ। আগামী ১ অক্টোবর থেকেই এই সুবিধা পাওয়া শুরু হবে। এর ফলে বিমাকারী এখন বিমার মেয়াদপূর্তিতে ৩ শতাংশ অতিরিক্ত অর্থ পাবেন, যা আগে ট্যাক্স রিটার্ন দাখিল করার পরে দেওয়া হত।