AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ATM থেকে টাকা তোলার পর Cancel বোতাম টিপলে ঠেকানো যায় প্রতারণা?

ATM Fraud: এটিএম জালিয়াতির মাধ্যমে পিন চুরি করে টাকা তুলে নেওয়ার সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আর সেই কারণেই এটিএম পিন সুরক্ষিত রাখা প্রয়োজন।

ATM থেকে টাকা তোলার পর Cancel বোতাম টিপলে ঠেকানো যায় প্রতারণা?
Image Credit: manusapon kasosod/Moment/Getty Images
| Updated on: Aug 21, 2025 | 4:09 PM
Share

ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। অনেক সময় ব্যাঙ্কের শাখায় এতই ভিড় থাকে যে সেখানে গিয়ে টাকা তোলা অনেক সময় বেশ কষ্টকর হয়ে যায়। আর সেই কারণেই আমরা তাড়াতাড়ি টাকা তুলতে যাই এটিএমে। কিন্তু এটিএমের উপর মানুষের নির্ভরতা যত বেড়েছে, ততই বেড়েছে জালিয়াতদের সংখ্যা।

এটিএম জালিয়াতির মাধ্যমে পিন চুরি করে টাকা তুলে নেওয়ার সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আর সেই কারণেই এটিএম পিন সুরক্ষিত রাখা প্রয়োজন। অনেকেই মনে করেন টাকা তুলে নেওয়ার পর ক্যানসেল বাটন দু’বার চাপলেই সুরক্ষিত থাকবে এটিএম পিন। কিন্তু এই ধারণা আদৌ সত্যি নয়।

কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? PIB বা প্রেস ইনফর্মেশন ব্যুরো বলছে এই দাবি একেবারেই সত্যি নয়। তারা বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কোনও পরামর্শ দেয়নি।

আসলে এটিএম মেশিনের ওই ক্যানসেল বোতাম কোনও হ্যাকিং বা স্ক্যাম আটকাতে পারে না। ওই বোতাম টিপলে শুধুমাত্র কোনও লেনদেন বাতিল করতে ব্যবহার করা হয়।