AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ChatGPT Pulse: এবার আর প্রশ্ন নয়, নিজে থেকেই উত্তর দেবে আপনার AI অ্যাসিস্ট্যান্ট!

ChatGPT, Artificial Intelligence: এবার ওপেনএআই-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ChatGPT ব্যবহারকারীদের জন্য একটি যুগান্তকারী ফিচার লঞ্চ হল, যার নাম 'পালস'। আপাতত শুধুমাত্র 'Pro' সাবস্ক্রাইবাররা এই সুবিধা পাবেন। ভাবুন, আপনার একজন ব্যক্তিগত সহকারী আছে যে সারা রাত আপনার জন্য কাজ করে। পালস ঠিক তাই।

ChatGPT Pulse: এবার আর প্রশ্ন নয়, নিজে থেকেই উত্তর দেবে আপনার AI অ্যাসিস্ট্যান্ট!
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Sep 26, 2025 | 11:47 PM
Share

কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে অগ্রগণ্য সংস্থা বলতে প্রথমেই মাথায় আসে ওপেনএআই-এর নাম। এ ছাড়াও রয়েছে গ্রক, জেমিনাই। আর এবার ওপেনএআই-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ChatGPT ব্যবহারকারীদের জন্য একটি যুগান্তকারী ফিচার লঞ্চ হল, যার নাম ‘পালস’। আপাতত শুধুমাত্র ‘Pro’ সাবস্ক্রাইবাররা এই সুবিধা পাবেন।

কীভাবে কাজ করবে এই পালস?

ভাবুন, আপনার একজন ব্যক্তিগত সহকারী আছে যে সারা রাত আপনার জন্য কাজ করে। পালস ঠিক তাই। এটি আপনার সাম্প্রতিক চ্যাট, আপনার পছন্দের বিষয় এবং অন্যান্য ডেটা বিশ্লেষণ করে। প্রতিদিন সকালে পালস আপনাকে তৈরি করে দেবে আপনার জন্য বিশেষভাবে তৈরি একটি তথ্যের প্যাকেজ।

এতে আপনার কী লাভ?

ধরুন, আপনি ChatGPT-কে বলেছিলেন যে আপনার সন্তানের বয়স ৬ মাস। পালস নিজে থেকেই আপনাকে শিশুর বিকাশের বিভিন্ন পর্যায় নিয়ে আপডেট দিতে পারে। অথবা আপনি দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন, পালস আপনাকে আবহাওয়ার খবর বা হোটেলের সেরা ডিল সম্পর্কে জানাতে পারে। আপনাকে আর বারবার প্রশ্ন করতে হবে না।

ভবিষ্যৎ কী?

এখনও পর্যন্ত ChatGPT ছিল একটি ‘রিঅ্যাক্টিভ’ টুল। অর্থাৎ, প্রশ্ন করলে তবেই উত্তর দিত। কিন্তু পালস-এর মাধ্যমে এটি ‘প্রোঅ্যাক্টিভ’ হয়ে উঠছে। এটি আপনার প্রয়োজন বোঝার চেষ্টা করবে এবং নিজে থেকেই সাহায্য করতে এগিয়ে আসবে।

আপাতত শুধুমাত্র Pro ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই Plus ব্যবহারকারীদের জন্যও এটি নিয়ে আসা হবে। আর চ্যাটজিপিটির হাত ধরে আপনার ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট এখন এগিয়ে গেল আরও এক ধাপ।