AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Credit Score: ৩০০ থেকে ৯০০; এই তিন সংখ্যার ‘খেলায়’ হারছেন না তো?

Credit Card Payment History: ৩০০ থেকে ৯০০— এই স্কোরের হেরফেরেই ঠিক হয় আপনি লোন পাবেন কি না। CIBIL, Experian, CRIF High Mark বা Equifax-এর মতো সংস্থারা আপনার প্রতিটি আর্থিক পদক্ষেপের ওপর নজর রাখছে।

Credit Score: ৩০০ থেকে ৯০০; এই তিন সংখ্যার ‘খেলায়’ হারছেন না তো?
ক্রেডিট যুদ্ধে আপনি হারছেন?Image Credit: Getty Images
| Updated on: Dec 04, 2025 | 7:47 PM
Share

আজকের দিনে অর্থনীতি হয়ে গিয়েছে ঋণনির্ভর। আর এই অর্থনীতিতে আমার আপনার মতো সাধারণ মানুষের অর্থনৈতিক ভবিষ্যত নির্ভর করছে ৩ ডিজিটের একটা সংখ্যার উপর। আমাদের ক্রেডিট স্কোর। ৩০০ থেকে ৯০০— এই স্কোরের হেরফেরেই ঠিক হয় আপনি লোন পাবেন কি না। CIBIL, Experian, CRIF High Mark বা Equifax-এর মতো সংস্থারা আপনার প্রতিটি আর্থিক পদক্ষেপের ওপর নজর রাখছে। কিন্তু জানেন কি, ঠিক কোন কোন ভুলে কমে যাচ্ছে আপনার ক্রেডিট স্কোর?

স্কোর ভাল রাখার চাবিকাঠি কী?

বিশেষজ্ঞরা বলছেন, ঋণ পাওয়ার ক্ষেত্রে ‘পেমেন্ট হিস্ট্রি’ বা বকেয়া মেটানোর রেকর্ডই শেষ কথা।

  • সময়ে পেমেন্ট: ক্রেডিট কার্ডের বিল বা লোনের ইএমআই ১ দিনও দেরি করবেন না। একটি ডিফল্ট বা সেটেলমেন্ট আপনার প্রোফাইলকে বছরের পর বছর ভোগাতে পারে।
  • ক্রেডিট লিমিটের ব্যবহার: আপনার কার্ডে যে লিমিট আছে, তার ৩০ শতাংশের বেশি খরচ না করাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত খরচ মানেই আপনি ঋণের ওপর নির্ভরশীল।
  • লোনের আবেদন: অল্প সময়ের মধ্যে একাধিক পার্সোনাল লোন বা কার্ডের জন্য আবেদন করবেন না। এতে ‘হার্ড এনকুয়্যারি’ বাড়ে, যা আপনার স্কোর কমিয়ে দেয়।

কেন এখন সতর্ক হবেন?

ফিনটেক ঋণের জমানায় রিজার্ভ ব্যাঙ্ক এমন গ্রাহকদের উপর জোর দিচ্ছে যারা দায়িত্ব নিয়ে ঋণ পরিশোধ করবেন। আর কিছুটা সেই কারণেই, পুরনো ঋণ শোধের ইতিহাস এবং সিকিওর্ড (যেমন হোম লোন) ও আনসিকিওর্ড (ক্রেডিট কার্ড) ঋণের সঠিক মিশ্রণই আপনাকে ব্যাঙ্কের চোখে ‘বিশ্বস্ত’ করে তোলে।

ভবিষ্যতে কম সুদে লোন পেতে এবং বিভিন্ন প্রিমিয়াম ক্রেডিট কার্ডের সুবিধা নিতে আজই রাশ টানুন অহেতুক খরচে। আসলে আপনার সামান্য সতর্কতাই নিশ্চিত করবে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি।