Deepfake AI Video: এআই: আশীর্বাদ নাকি অভিশাপ?
Artificial Intelligence: যে কোনও মানুষের মুখ ব্যবহার করে এমন একটি ভিডিয়ো তৈরি হতে পারে। এমন কিছু কথা আপনার মুখে বসানো হতে পারে যা আপনি কখনও বলেননি। আর এই ডিজিটাল প্রতিলিপি এতই নিখুঁত যে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকলের পার্থক্য বোঝা কার্যত অসম্ভব।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমাগত বদলে দিচ্ছে আমাদের জীবনের গতিপথ। রান্নার রেসিপি থেকে অফিসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সবই এখন বলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনকি বিশেষজ্ঞরা বলছেন আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে চলে আসবে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা, যে কি না মানুষের মতোই কথা বলতে পারবে আপনার সঙ্গে। তাকে আলাদা করে প্রশ্ন করার আগেই আপনার সামনে হাজির করবে সেই সব প্রশ্নের উত্তর। কিন্তু এই আলোকবর্তিকার ঠিক উল্টো দিকে রয়েছে নিকষ অন্ধকার। ঠিক ছোটবেলায় আমরা যেমন রচনা পড়তাম, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ। ঠিক একই ভাবে আমরা প্রশ্ন তুলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা: আশীর্বাদ নাকি অভিশাপ? ছবি থেকে মুহূর্তে ভিডিয়ো! কয়েক বছর আগেও রিয়েলিস্টিক ভিডিয়ো তৈরি করা প্রায়...
