শুধু সেনার জন্য নয়, সাধারণ মানুষের সুবিধার জন্য বিপ্লব ঘটাল DRDO
Indian Army: শুধুমাত্র ভারতীয় নৌবাহিনী নয়, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষজনের জন্যও এই প্রযুক্তি হবে অত্যন্ত কার্যকর।

নয়া দিল্লি: বড় সাফল্য পেল প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। শুধু সামরিক বাহিনীর জন্য নয়, এবার সাধারণ মানুষের জন্য বিশেষ প্রযুক্তি আনল এই সংস্থা। সমুদ্রের জল পানযোগ্য করার জন্য একটি উচ্চচাপের ন্যানোপোরাস পলিমারিক মেমব্রেন তৈরি করেছে ডিআরডিও। কানপুরের গবেষণাগারে মাত্র আট মাসের মধ্যে তৈরি করা হয়েছে এই প্রযুক্তি।
এতদিন পর্যন্ত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (ICG) জাহাজে যে ডিস্যালিনেশন প্ল্যান্ট লাগানো হয়, তাতে মেমব্রেনগুলি বেশিদিন ভাল থাকত না। লবণাক্ত জলে উপস্থিত ক্লোরাইড আয়নের জন্য মেমব্রেনটি ব্যবহারযোগ্য থাকত না। সেটা ছিল একটি গুরুতর চ্যালেঞ্জ। তারই সমাধান হয়েছে এই নতুন প্রযুক্তিতে।
DMSRDE এবং ICG যৌথভাবে একটি পেট্রোলিং ভেসেলে এই পলিমার মেমব্রেনের প্রাথমিক পরীক্ষা চালিয়েছে। সেই পরীক্ষার ফল বেশ ভাল। এবার চূড়ান্ত পরীক্ষার পালা। একটানা ৫০০ ঘন্টা পরীক্ষা করে দেখে তবেই অনুমোদন দেওয়া হবে।
শুধুমাত্র ভারতীয় নৌবাহিনী নয়, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষজনের জন্যও এই প্রযুক্তি হবে অত্যন্ত কার্যকর। উপকূলীয় অঞ্চলে মিষ্টি জল সরবরাহের জন্যও ব্যবহার করা যেতে পারে এই পদ্ধতি।
আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মেমব্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। কোনও ভাবেই এ ক্ষেত্রে বিদেশের প্রযুক্তি ব্যবহার করা হয়নি।
ডিআরডিও-র এই সাফল্য বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সমুদ্রের জল পরিষ্কারের ক্ষেত্রে ভারতকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে এই প্রযুক্তি।





