AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk On Investment: বিনিয়োগ করছেন? ইলন মাস্ক এই ৩ পরামর্শ দিল আপনাকে!

Tesla's CEO On Investment: বাজারের অস্থিরতায় সাধারণ বিনিয়োগকারীরা প্রায়ই দিশেহারা হয়ে পড়েন। তবে খোদ ইলন মাস্ক কিন্তু একেবারে অন্যরকম পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি জিরোধার কো-ফাউন্ডার নিখিল কামাথের পডকাস্টে এসে তিনি শোনালেন বিনিয়োগের সহজ মন্ত্র।

Elon Musk On Investment: বিনিয়োগ করছেন? ইলন মাস্ক এই ৩ পরামর্শ দিল আপনাকে!
বিনিয়োগকারীদের পরামর্শ মাস্কের!Image Credit: https://www.youtube.com/@nikhil.kamath
| Updated on: Dec 01, 2025 | 12:30 PM
Share

শেয়ার বাজার মানেই রোজের ওঠাপড়া। আজ দাম বাড়ছে তো কাল কমছে। আর বাজারের এমন অস্থিরতায় সাধারণ বিনিয়োগকারীরা প্রায়ই দিশেহারা হয়ে পড়েন। তবে খোদ ইলন মাস্ক কিন্তু একেবারে অন্যরকম পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি জিরোধার কো-ফাউন্ডার নিখিল কামাথের পডকাস্টে এসে তিনি শোনালেন বিনিয়োগের সহজ মন্ত্র।

শেয়ার বাজার নয়, কোম্পানি দেখুন

ইলন মাস্ক বলছেন, রোজ আপনি যদি শেয়ার বাজারের ওঠাপড়ার দিকে থাকিয়ে থাকেন। তাহলে কিন্তু চলবে না। তাঁর স্পষ্ট কথা, “বাজারের ওঠানামা থাকবেই, কিন্তু একজন যিনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার কথা ভাবেন, তাঁর উচিত বিনিয়োগের আগে কোনও সংস্থার আসল মূল্যের দিকে নজর দেওয়া।” আর কোনও সংস্থার আসল মূল্য বুঝতে হলে আপনাকে সেই সংস্থার ব্যালেন্স শিট দেখতে হবে ও তারপর বিনিয়োগ করতে হবে।

বিনিয়োগের আগে দুটি জিনিসে ওপর ভরসা রাখুন:

  • পণ্য বা প্রোডাক্ট: কোনও সংস্থায় বিনিয়োগের আগে সেই সংস্থা কী পণ্য তৈরি করে, সেটা দেখুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ওই কোম্পানির পণ্য পছন্দ করেন? শুধু আজকের পণ্য ভালো হলেই হবে না, কোম্পানিটি ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করার পরিকল্পনা করছে কি না, সেটাও দেখতে হবে।
  • দল বা টিম: মাস্কের কথায়, “একটি কোম্পানি আসলে একদল মানুষের সমষ্টি। যে ব্যক্তিরা পণ্য তৈরি করার জন্য একসঙ্গে হয়েছেন।” তাই কোথাও বিনিয়োগ করার আগে দেখতে হবে সেই সংস্থার সেই দলটি কতটা প্রতিভাবান, তারা কতটা কঠোর পরিশ্রমী বা তারা নতুন কিছু করতে কতটা উৎসাহিত।

পডকাস্টে নিখিল কামাথকে ইলন মাস্ক মনে করিয়ে দেন, প্রতিদিনের সূচকের ওঠানামায় বিভ্রান্ত না হয়ে যদি এই দুটি মৌলিক বিষয়ের উপর কেউ যদি নজর রাখে তাহলেই দীর্ঘমেয়াদে লাভ করা সম্ভব। যে সব ভারতীয় তরুণ স্বপ্ন দেখেন উদ্যোগপতি হওয়ার বা সফল বিনিয়োগকারী হওয়ার, তাঁদের জন্য মাস্কের এই ‘সিম্পল ফিলোজফি’ নিঃসন্দেহে বিরাট এক শিক্ষা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।