PF থেকে আপনি কতবার তুলতে পারবেন টাকা? এই নিয়মটা অনেকেই জানেন না…
EPFO: শুধুমাত্র উপার্জন করলেই হয় না, তার সঙ্গে অর্থ সঞ্চয় করাও দরকার। কর্মজীবীদের বেতনের একটা অংশ জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডে। অবসরের পর তারা সেই টাকা তুলতে পারেন। তবে অবসরের আগেও কিন্তু গ্রাহকরা নিজেদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে কতবার তোলা যায় সেই টাকা?

নয়া দিল্লি: শুধু আজ নিয়ে ভাবলে হবে না, ভবিষ্যতের কথাও ভাবা দরকার। শুধুমাত্র উপার্জন করলেই হয় না, তার সঙ্গে অর্থ সঞ্চয় করাও দরকার। কর্মজীবীদের বেতনের একটা অংশ জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডে। অবসরের পর তারা সেই টাকা তুলতে পারেন। তবে অবসরের আগেও কিন্তু গ্রাহকরা নিজেদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে কতবার তোলা যায় সেই টাকা? কী কী কারণেই বা টাকা তুলতে পারেন প্রভিডেন্ট ফান্ড থেকে?
চাকরি করার সময়ও আপনি চাইলে টাকা তুলতে পারেন। এর কোনও নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ আপনি প্রভিডেন্ট ফান্ড থেকে কতবার টাকা তুলতে পারবেন, তার ঊর্ধ্বসীমা নেই। তবে আপনি কখনওই পিএফের অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা তুলতে পারেন না। আবার যদি কেউ চাকরির ৫ বছর পূর্ণ হওয়ার আগেই পিএফ থেকে বড় অঙ্কের টাকা তোলেন, তাহলে টিডিএস কেটে নেওয়া হয়।
কী কী কারণে পিএফ থেকে টাকা তুলতে পারেন?
মেডিক্যাল ইমার্জেন্সি-
যদি আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে ছয় মাসের বেতন বা আপনার পিএফের কন্ট্রিবিউশন (যেটা কম হবে) তা তুলে নিতে পারবেন। এর জন্য কোনও ওয়েটিং পিরিয়ডও থাকে না।
বাড়ি তৈরি বা কেনার জন্য়-
যদি আপনি ৫ বছর চাকরি করেন, তবে বাড়ি তৈরি বা কেনার জন্য আপনি টাকা তুলতে পারেন। ৩৬ মাসের বেসিক বেতন ও ডিয়ারনেস অ্যালাওয়েন্স তুলতে পারেন। কিংবা এমপ্লয়ি ও এমপ্লয়ারের সুদ সহ মোট জমা অর্থ কিংবা বাড়ির সমান অর্থ তুলে নেওয়া যেতে পারে। তবে বাড়ি তৈরির জন্য আপনি একবারই টাকা তুলতে পারবেন।
হোম লোন মেটানোর জন্য-
যদি আপনার গৃহঋণ চলে এবং তা পরিশোধ করতে চান, তাহলে আপনার ইপিএফ অ্যাকাউন্টে জমা অর্থের ৯০ শতাংশ অর্থ তুলে নিতে পারবেন। তবে চাকরি জীবনের ১০ বছর পূরণ করার পরই এই টাকা তোলা যায়।
বিয়ের খরচ-
যদি নিজের বা আপনার পরিবারের কারোর বিয়ে থাকে (ছেলে, মেয়ে, ভাই, বোন), তাহলে আপনি পিএফ থেকে টাকা তুলতে পারেন। আপনার পিএফ অ্যাকাউন্টে জমা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত আপনি তুলতে পারেন। তিনবার আপনি বিয়ের জন্য টাকা তুলতে পারেন।
