AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PF নিয়ে বড় আপডেট, এই কাজ না করলে তুলতেই পারবেন না টাকা

EPFO: ইপিএফও-তে ইউএএন তৈরি করা এবং তা সক্রিয় করার জন্য নতুন পদ্ধতি আনা হয়েছে। ১ অগস্ট থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

PF নিয়ে বড় আপডেট, এই কাজ না করলে তুলতেই পারবেন না টাকা
ফাইল চিত্রImage Credit: Getty Images
| Updated on: Aug 08, 2025 | 2:19 PM
Share

নয়া দিল্লি: কর্মজীবীদের অবসর জীবনকে সুরক্ষিত করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তারা জানেন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN) কতটা জরুরি। এই নম্বর যদি সক্রিয় না থাকে, তাহলে পিএফের এক টাকাও পাবেন না। চলতি মাস থেকেই ইপিএফও-তে বড় বদল এসেছে।

ইপিএফও-তে ইউএএন তৈরি করা এবং তা সক্রিয় করার জন্য নতুন পদ্ধতি আনা হয়েছে। ১ অগস্ট থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে উমঙ্গ (UMANG) অ্যাপ থেকে ইউএএন তৈরি করা যাবে আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন টেকনোলজির মাধ্যমে। অর্থাৎ আপনাকে আর সংস্থার অপেক্ষা করতে হবে না। নিজেই ইউএএন তৈরি করে নিতে পারবেন।

ইউএএন অ্যাক্টিভ করার ক্ষেত্রে পুরনো নিয়ম কেবলমাত্র আন্তর্জাতিক কর্মী ও নেপাল-ভুটানের নাগরিকদের জন্য প্রযোজ্য থাকবে।

কীভাবে UAN অ্যাক্টিভ হবে?

ইউএএন তৈরি ও অ্যাক্টিভের জন্য ফেস অথেনটিকেশন টেকনোলজি ব্যবহার করা হবে।

যাদের ইতিমধ্যেই  ইউএএন রয়েছে, কিন্তু তা অ্যাক্টিভ করেননি, তাদেরও ফেস অথেনটিকেশনের মাধ্যমেই নম্বর অ্যাকটিভ করতে হবে।

কীভাবে UAN তৈরি বা অ্যাকটিভ করবেন?

নতুন UAN তৈরির জন্য –

  • প্রথমে উমঙ্গ অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ খুলে UAN Allotment and Activation- অপশনে ক্লিক করুন।
  • এবার আধার নম্বর ও মোবাইল নম্বর বসান।
  • ফোনে আসা ওটিপি দিন।
  • এরপরে  Aadhaar Face RD App ইনস্টল করুন। তাতে ফেস অথেনটিকেট করুন।
  • যদি আধার লিঙ্ক না থাকে, তাহলে তবে এসএমএসের মাধ্যমে নতুন ইউএএন আসবে।

ইউএএন অ্যাক্টিভ করলে হলে-

  • উমঙ্গ অ্যাপে “UAN Activation” অপশনে ক্লিক করুন
  • এবার ইউএএন, আধার নম্বর, মোবাইল নম্বর বসান।
  • মোবাইলে ওটিপি এলে, তারপর ফেস স্ক্যান করুন ভেরিফিকেশনের জন্য।
  • এসএমএসের মাধ্যমে একটি টেম্পোরারি পাসওয়ার্ড আসবে। সক্রিয় হয়ে যাবে ইউএএন।