Paytm-এর চাকরি চলে গিয়েছে তো কী! প্রাক্তন কর্মীরা যা করে দেখিয়েছেন, জানলে চোখ কপালে উঠবে
Paytm Job Loss: অমিত লাখোটিয়া, যিনি হাউজিং সোসাইটি এবং মলে পার্কিং পরিচালনা করতেন, একসময় পেটিএম ওয়ালেটের ব্যবসায়িক প্রধান ছিলেন। ইন্ডিয়া গোল্ডের প্রতিষ্ঠাতা দীপক অ্যাবট যখন Paytm-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন তাঁর সহ-প্রতিষ্ঠাতা নীতিন মিশ্র Paytm Postpaid-এর ব্যবসায়িক প্রধান ছিলেন।
নয়া দিল্লি: সম্প্রতি আরবিআই-এর নিয়ম লঙ্ঘন করার কারণে শিরোনামে উঠে এসেছে Paytm। একাধিক ছাঁটাইও হয়েছে সম্প্রতি। ফলে কর্মীদের একটা বড় অংশের জন্য তৈরি হয়েছে আতঙ্ক। তবে চাকরি চলে যাওয়া মানেই যে সব শেষ নয়, সেটাই বুঝিয়ে দিলেন Paytm-এর কয়েকজন কর্মী। এমন উদাহরণ তৈরি করেছেন বেশ কয়েকজন। Paytm-এর অনেক কর্মী আছেন যাঁরা গত কয়েক বছরে তাঁদের চাকরি হারিয়েছেন এবং আজ তারা একাধিক স্টার্টআপ কোম্পানির মালিক।
গত কয়েক বছরে Paytm-এর প্রাক্তন কর্মীরা যে সব স্টার্টআপ তৈরি করেছেন, তার মধ্যে রয়েছে Pocket FM, Park+, India Gold, Junio, Cleardek, Genewise Club, Yoho এবং Dalchini।
সূত্রের খবর অনুযায়ী, পকেট এফএম-এর প্রতিষ্ঠাতা হলেন রোহন নায়ক, যিনি একসময় Paytm-এর প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। একইভাবে, অমিত লাখোটিয়া, যিনি হাউজিং সোসাইটি এবং মলে পার্কিং পরিচালনা করতেন, একসময় পেটিএম ওয়ালেটের ব্যবসায়িক প্রধান ছিলেন। ইন্ডিয়া গোল্ডের প্রতিষ্ঠাতা দীপক অ্যাবট যখন Paytm-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন তাঁর সহ-প্রতিষ্ঠাতা নীতিন মিশ্র Paytm Postpaid-এর ব্যবসায়িক প্রধান ছিলেন।
Paytm-এর পুরনো কর্মচারীরা তৈরি করেছেন এমন আরও কয়েকটি সংস্থা হল Junio, যা শিক্ষার্থীদের জন্য একটি ডিজিটাল পকেট মানি প্ল্যাটফর্ম। এছাড়া রয়েছে অডিয়ো ডেটিং প্ল্যাটফর্ম Frn, চোখের চশমার ব্র্যান্ড Clear Dekh, বয়স্কদের জন্য অনলাইন ক্লাব ‘Genwise Club’, ফুটওয়্যার ব্র্যান্ড Yoho, ভেন্ডিং মেশিন স্টার্টআপ দারুচিনি এবং সাইবার নিরাপত্তা কোম্পানি ‘ক্রিটিক্যাল টেক’ তৈরি হয়েছে একইভাবে। তথ্য বলছে এই সব স্টার্টআপের মোট মূল্য প্রায় ১০ হাজার ৬৮৮ কোটি টাকা, চাকরি হয়েছে অন্তত ২৫০০ জনের।