এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ETF হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা স্টক মার্কেটের সূচক যেমন নিফটি, সেনসেক্স বা বিভিন্ন মার্কেট থিম যেমন PSU, ব্যাঙ্কিং বা আইটি স্টকগুলির গ্রুপে সূচকের ওজন অনুযায়ী বিনিয়োগ করে। ইটিএফ শেয়ারের মতো স্টক মার্কেটে কেনা-বেচা করা যায়। ফলে ইটিএফে বিনিয়োগ করতে চাইলে একটি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকা অবশ্য প্রয়োজন।
ইটিএফ কেনা-বেচার প্রক্রিয়াটি শেয়ার কেনা-বেচার মতোই। যদি ইটিএফ কিনতে চান তবে সবার প্রথমে ব্রোকারের মাধ্যমে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। তারপর সেই ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডীং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন। এরপর আপনার ট্রেডিং অ্যাকাউন্টে গিয়ে সেখানে অর্ডার প্লেসমেন্ট অপশোনে যান। সেখানেই আপনার পছন্দের ইটিএফ নির্বাচন করে অর্ডার এন্ট্রি ফর্মে তা লিখুন। কোন ইটিএফ আপনি সিলেক্ট করবেন সেই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ইটিএফ কিনতে ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকে পছন্দের ইটিএফ নির্বাচনের পর কত ইউনিট কিনবেন তাও লিখুন। তারপর ইটিএফ কিনে ফেলুন। তবে, ইটিএফ কেনার আগে অবশ্যই সেই ইটিএফের iNAV চেক করে নেবেন। iNAV-এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, সেই ইটিএফের ইউনিট সঠিক দামে বাজারে পাওয়া যাচ্ছে কি না। বিনিয়োগের প্রয়োজনীয় অর্থমূল্য দেওয়ার পর ইটিএফের ইউনিট আপনার ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।
এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ETF হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা স্টক মার্কেটের সূচক যেমন নিফটি, সেনসেক্স বা বিভিন্ন মার্কেট থিম যেমন PSU, ব্যাঙ্কিং বা আইটি স্টকগুলির গ্রুপে সূচকের ওজন অনুযায়ী বিনিয়োগ করে। ইটিএফ শেয়ারের মতো স্টক মার্কেটে কেনা-বেচা করা যায়। ফলে ইটিএফে বিনিয়োগ করতে চাইলে একটি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকা অবশ্য প্রয়োজন।
ইটিএফ কেনা-বেচার প্রক্রিয়াটি শেয়ার কেনা-বেচার মতোই। যদি ইটিএফ কিনতে চান তবে সবার প্রথমে ব্রোকারের মাধ্যমে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। তারপর সেই ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডীং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন। এরপর আপনার ট্রেডিং অ্যাকাউন্টে গিয়ে সেখানে অর্ডার প্লেসমেন্ট অপশোনে যান। সেখানেই আপনার পছন্দের ইটিএফ নির্বাচন করে অর্ডার এন্ট্রি ফর্মে তা লিখুন। কোন ইটিএফ আপনি সিলেক্ট করবেন সেই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ইটিএফ কিনতে ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকে পছন্দের ইটিএফ নির্বাচনের পর কত ইউনিট কিনবেন তাও লিখুন। তারপর ইটিএফ কিনে ফেলুন। তবে, ইটিএফ কেনার আগে অবশ্যই সেই ইটিএফের iNAV চেক করে নেবেন। iNAV-এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, সেই ইটিএফের ইউনিট সঠিক দামে বাজারে পাওয়া যাচ্ছে কি না। বিনিয়োগের প্রয়োজনীয় অর্থমূল্য দেওয়ার পর ইটিএফের ইউনিট আপনার ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।