2000 Rs Note Exchange in Banks: আজ থেকেই শুরু হচ্ছে ২০০০ টাকার নোট বদল, ব্যাঙ্কে যাওয়ার আগে মাথায় রাখুন এই জিনিসগুলি
2000 Rs Note Exchange in Banks: আজ থেকেই ব্যাঙ্কে শুরু হচ্ছে ২০০০ টাকার নোট বদল প্রক্রিয়া। এই নোট বদলের ক্ষেত্রে নির্দেশিকাও জারি করেছে আরবিআই।
বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। গত শুক্রবার এই ঘোষণার পর আজ থেকেই ব্য়াঙ্কে শুরু হচ্ছে এই ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া। ২০০০ টাকার নোট বদলের জন্য নির্দেশিকাও জারি করেছে আরবিআই। এদিকে গতকালই কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠকে জানান, নোট বদলের জন্য হুড়োহুড়ি করতে হবে না গ্রাহকদের। ২০০০ টাকার নোট এক্সচেঞ্জের জন্য এখনও হাতে ৪ মাস সময় রয়েছে। আর ৩০ সেপ্টেম্বরের পরেও এই নোটটি বৈধ থাকবে। তাই নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আর যেহেতু এই নোট এখনও লিগ্যাল টেন্ডার, তাই দোকানগুলি ২০০০ টাকার নোট নিতে বাধ্য বলেও জানান শক্তিকান্ত দাস। এই আবহেই আজ থেকেই দেশের ব্যাঙ্কে ব্যাঙ্কে শুরু হচ্ছে নোট বদলের প্রক্রিয়া। এই প্রতিবেদন থেকে জেনে নিন বিভিন্ন খুঁটিনাটি।
- ‘ক্লিন নোট পলিসির’ অধীনে গত ১৯ মে আরবিআই বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করে।
- ২০১৬ সালে নোটবন্দির পর অর্থনীতিতে টাকার চাহিদা মেটানোর জন্য ২০০০ টাকার নোট ছাপা শুরু হয়। তবে এই টাকার মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে লেনদেন খুব কম হয়। আর বাজারে ইতিমধ্যেই অন্যান্য মূল্যমানের পর্যাপ্ত নোট বাজারে এসে গিয়েছে। অর্থাৎ, বাজারে টাকার চাহিদা ও প্রয়োজনীয়তা মিটে গিয়েছে। তাই ২০১৮-১৯ অর্থবর্ষ থেকেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ হয়। আর এবার পাকাপাকিভাবে বাজার থেকে এই নোট তুলে নিচ্ছে আরবিআই।
- আজ থেকে শুরু হচ্ছে নোট বদল প্রক্রিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এক লপ্তে কোনও ব্য়ক্তি ১০ টি ২০০০ টাকার নোট বদল করতে পারবেন।
- পশ্চিমবঙ্গের মোট ৯ হাজারটি ব্যাঙ্কের শাখায় এই নোট বদল করতে পারবেন গ্রাহকরা। আর আরবিআই-র শাখাতেও নোট বদল প্রক্রিয়া চলবে। এদিকে ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই ব্যাঙ্কে নোট বদলের জন্য কোনও পরিচয়পত্র বা ফর্ম ফিল আপ করতে হবে না গ্রাহকদের। এবার একই পথে হাঁটল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। মঙ্গলবার এই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট বদল করার জন্য গ্রাহকদের কোনও পরিচয় পত্র দেখাতে হবে না বা কোনও ফর্ম ফিল আপও করতে হবে না।
- এদিকে আরবিআই-র সর্বশেষ আপডেট অনুযায়ী, অন্যান্য ব্যাঙ্কেও টাকা বদল করার ক্ষেত্রে কোনও নথি দিতে হবে না।
- এদিকে আরবিআই-র নির্দেশিকা অনুযায়ী, নাগরিকদের অ্য়াকাউন্ট নেই এমন কোনও ব্যাঙ্ক থেকেও ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করতে পারেন নাগরিকরা।
- আর কেউ যদি ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ না করে নিজের সেভিংস অ্য়াকাউন্টে তা জমা দিতে চান সেক্ষেত্রে কোনও টাকার পরিমাণ বেঁধে দেওয়া হয়নি।