Budget 2024 Expectation: কৃষি থেকে স্বাস্থ্য, শিক্ষা-নির্মলার নির্মল বাজেটে কোন কোন খাতে বরাদ্দ বৃদ্ধি হতে পারে?
Budget 2024: লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। নির্বাচনের কারণেই এবার পূর্ণাঙ্গ নয়, অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। তবে এই বাজেট নিয়েও সাধারণ মানুষের মতো হাজারো প্রত্যাশা রয়েছে। প্রতিবারের মতো এবারও জনকল্যাণমূলক প্রকল্পের উদ্যোগ নেবে কেন্দ্র। তার জন্য এই বাজেটে একাধিক খাতে বরাদ্দ বাড়তে পারে।
নয়া দিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই বাজেট (Budget 2024)। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। নির্বাচনের কারণেই এবার পূর্ণাঙ্গ নয়, অন্তর্বর্তী বাজেট (Interim Budget) পেশ করা হবে। তবে এই বাজেট নিয়েও সাধারণ মানুষের মতো হাজারো প্রত্যাশা রয়েছে। প্রতিবারের মতো এবারও জনকল্যাণমূলক প্রকল্পের উদ্যোগ নেবে কেন্দ্র। তার জন্য এই বাজেটে একাধিক খাতে বরাদ্দ বাড়তে পারে। কোন কোন খাতে এবার বরাদ্দ বাড়াতে পারে সরকার, এক নজরে দেখে নেওয়া যাক-
রেল খাতে বরাদ্দ বৃদ্ধি-
চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে বরাবরই মোদী সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলিকেই তুলে ধরেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। বিগত ৫ বছরে মোদী সরকার বড় সাফল্য পেয়েছে রেলওয়ে সেক্টরে। দেশে ছুটছে বন্দে ভারত, অমৃত ভারত। রেল নেটওয়ার্ককে মজবুত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। স্টেশনগুলিরও ভোল বদলে ফেলা হয়েছে। এবারের বাজেটেও বিশেষ গুরুত্ব পেতে পারে রেলওয়ে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের অনুমান, এবারের বাজেটে কেন্দ্র রেল খাতে ২৫ শতাংশ বেশি বরাদ্দ করতে পারে। গত বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হয়েছিস ১.৩৫ লক্ষ কোটি টাকা। এবারের বাজেটে তা আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৩ লক্ষ কোটি টাকা অবধি করা হতে পারে।
কৃষিক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি-
ভারত যেহেতু কৃষি নির্ভর দেশ, তাই প্রতিবারই বাজেটে বিশেষ গুরুত্ব পায় কৃষিক্ষেত্র। এবারের অন্তর্বর্তী বাজেটেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষিক্ষেত্রে বিশেষ কিছু ঘোষণা করতে পারেন। কৃষি ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে। পাশাপাশি কৃষিক্ষেত্রে ক্রেডিটও বাড়াতে পারে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধি ঘোষণা করেছিল, যে প্রকল্পের অধীনে দেশের কৃষকরা প্রতি বছর ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য পায়। এবারের বাজেটে পিএম সম্মান নিধিতে বরাদ্দ বাড়াতে পারে সরকার।
স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি-
স্বাস্থ্য় ক্ষেত্রকে বরাবরই গুরুত্ব দেয় কেন্দ্র। করোনাকালের পর থেকে সরকার স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ আরও বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এবারের অন্তর্বর্তী বাজেটেও সরকার স্বাস্থ্য়খাতে বাড়াতে পারে বরাদ্দ। জিডিপির অন্তত ২.৫ শতাংশ স্বাস্থ্য় খাতে বরাদ্দ করা হতে পারে।
শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি-
স্বাস্থ্যের মতোই শিক্ষাকেও বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে এবারের বাজেটেও শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে।