Gold ATM: এবার ATM-এই মিলবে সোনা, এই শহরে মিলবে দিনরাত পরিষেবা

Gold ATM: বিশ্বে প্রথম রিয়্যাল টাইম গোল্ড এটিএম পরিষেবা শুরু হল ভারতে। হায়দরাবাদে এক স্টার্ট আপ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করল গোল্ড সিক্কা।

| Edited By: | Updated on: Dec 06, 2022 | 6:16 PM
এটিএম থেকে টাকা তোলার সঙ্গে আমরা সকলেই পরিচিত। কিন্তু এটিএম থেকে বেরোবো সোনা! অবাক হলেন তো? কিন্তু সত্যিই এটিএম থেকে এবার বেরোবে সোনা। আর এরকম গোল্ড এটিএম দেখতে হলে যেতে হবে ভারতেরই এক শহরে।

এটিএম থেকে টাকা তোলার সঙ্গে আমরা সকলেই পরিচিত। কিন্তু এটিএম থেকে বেরোবো সোনা! অবাক হলেন তো? কিন্তু সত্যিই এটিএম থেকে এবার বেরোবে সোনা। আর এরকম গোল্ড এটিএম দেখতে হলে যেতে হবে ভারতেরই এক শহরে।

1 / 6
 সোমবার হায়দরাবাদে গোল্ড এটিএম-র উদ্বোধন করা হয়েছে। গয়না প্রস্তুতকারক সংস্থা গোল্ডসিক্কা (Goldsikka) ওপেনকিউব নামে এক প্রযুক্তি স্টার্ট আপ সংস্থার সঙ্গে যৌথভাবে এই গোল্ড এটিএম নিয়ে এসেছে। আর বিশ্বের প্রথম রিয়্যাল টাইম গোল্ড এটিএম হল এটি। এবার এই গোল্ড এটিএম থেকেই মিলবে সোনা।

সোমবার হায়দরাবাদে গোল্ড এটিএম-র উদ্বোধন করা হয়েছে। গয়না প্রস্তুতকারক সংস্থা গোল্ডসিক্কা (Goldsikka) ওপেনকিউব নামে এক প্রযুক্তি স্টার্ট আপ সংস্থার সঙ্গে যৌথভাবে এই গোল্ড এটিএম নিয়ে এসেছে। আর বিশ্বের প্রথম রিয়্যাল টাইম গোল্ড এটিএম হল এটি। এবার এই গোল্ড এটিএম থেকেই মিলবে সোনা।

2 / 6
গোল্ডসিক্কার তরফে জানানো হয়েছে, ২৪x৭ যেকোনও সময় এই এটিএম থেকে সোনা তুলতে পারবেন গ্রাহকরা। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছাড়া গ্রাহকরা প্রিপেড ও পোস্টপেইড স্মার্ট কার্ড ব্যবহার করে হলুদ ধাতু তুলতে পারেন।

গোল্ডসিক্কার তরফে জানানো হয়েছে, ২৪x৭ যেকোনও সময় এই এটিএম থেকে সোনা তুলতে পারবেন গ্রাহকরা। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছাড়া গ্রাহকরা প্রিপেড ও পোস্টপেইড স্মার্ট কার্ড ব্যবহার করে হলুদ ধাতু তুলতে পারেন।

3 / 6
এই গোল্ড এটিএম থেকে ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত সোনা পাওয়া যাবে। এই এটিএম থেকে ২৪ ক্যারেট সোনাই পাওয়া যাবে বলে জানিয়েছে এই সংস্থা।

এই গোল্ড এটিএম থেকে ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত সোনা পাওয়া যাবে। এই এটিএম থেকে ২৪ ক্যারেট সোনাই পাওয়া যাবে বলে জানিয়েছে এই সংস্থা।

4 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

5 / 6
এদিকে এই এটিএমের ক্ষেত্রে সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মেশিনে থাকছে ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম। এছাড়াও বাইরে থাকছে সিসিটিভি ক্যামেরা। এবং গ্রাহকদের সুবিধার জন্য কাস্টোমার সাপোর্ট টিমও রয়েছে বলে জানিয়েছেন গোল্ডসিক্কার ভাইস-প্রেসিডেন্ট প্রতাপ।

এদিকে এই এটিএমের ক্ষেত্রে সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মেশিনে থাকছে ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম। এছাড়াও বাইরে থাকছে সিসিটিভি ক্যামেরা। এবং গ্রাহকদের সুবিধার জন্য কাস্টোমার সাপোর্ট টিমও রয়েছে বলে জানিয়েছেন গোল্ডসিক্কার ভাইস-প্রেসিডেন্ট প্রতাপ।

6 / 6
Follow Us: