AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: কারও কথা শুনছে না সোনা, ১ দিনেই দাম বাড়ল ৬ হাজার টাকা!

Gold Price Hike: সোনা বিশেষজ্ঞদের কথা মানতে নারাজ। জুন মাসের শেষের দিকে কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম।

Gold Price Today: কারও কথা শুনছে না সোনা, ১ দিনেই দাম বাড়ল ৬ হাজার টাকা!
Image Credit: Getty Images
| Updated on: Jul 11, 2025 | 4:38 PM
Share

সোনার দাম কমবে বলেছিলেন বিশেষজ্ঞরা। যদিও সোনা কিন্তু তাঁদের কথা মানতে নারাজ। জুন মাসের শেষের দিকে কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। আজ ১১ জুলাই সোনার দাম বাড়ল প্রায় ৬ হাজার টাকা।

২৪ ক্যারেট সোনা

কলকাতায় ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৬ হাজার টাকা। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭০ টাকা। ১ গ্রামের দাম হয়েছে ৯ হাজার ৯০৭ টাকা।

২২ ক্যারেট সোনা

দাম বেড়েছে গয়নার সোনারও। ১০ গ্রামের দাম বেড়েছে প্রায় ৫৫০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯০ হাজার ৭৫০ টাকা। আর ১ গ্রামের দাম হয়েছে ৯ হাজার ৭৫ টাকা।

১৮ ক্যারেট সোনা

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ৪৫০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম সোনার। এই সোনার দাম দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা। আর ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৭ হাজার ৪৩০ টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।