AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google AI Studio: গুগলের এই AI দিয়ে ছবি বা ভিডিয়ো তৈরি, অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করুন মুহূর্তে!

Google AI Studio: ২০২৩ সালে লঞ্চ হওয়া এই প্ল্যাটফর্মটি আসলে গুগল জেমিনাই (Google Gemini) AI মডেলের উপর ভিত্তি করে তৈরি। আর এই মডেল ছাত্র থেকে পেশাদার, সকলেই ব্যবহার করতে পারবেন।

Google AI Studio: গুগলের এই AI দিয়ে ছবি বা ভিডিয়ো তৈরি, অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করুন মুহূর্তে!
| Updated on: Sep 07, 2025 | 3:37 PM
Share

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। কিন্তু অনেকেই ভাবেন, এটি হয়তো খুব জটিল প্রযুক্তি। সেই ধারণা ভাঙতে গুগল নিয়ে এসেছে Google AI Studio। ২০২৩ সালে লঞ্চ হওয়া এই প্ল্যাটফর্মটি আসলে গুগল জেমিনাই (Google Gemini) AI মডেলের উপর ভিত্তি করে তৈরি। আর এই মডেল ছাত্র থেকে পেশাদার, সকলেই ব্যবহার করতে পারবেন।

এই এআই স্টুডিয়ো দিয়ে কী কী করতে পারবেন আপনি?

লেখালেখি থেকে গবেষণা:

চ্যাটজিপিটি-র মতোই এই টুল ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনও প্রশ্ন করতে পারেন। এই টুল তার উত্তর দিয়ে দেবে আপনাকে। তবে এর ক্ষমতা আরও বেশি। এখানে আপনি ছবি, অডিয়ো বা কোনও ফাইলের লিঙ্ক আপলোড করে তার সারাংশও জেনে নিতে পারেন।

ছবি ও ভিডিয়ো তৈরি:

গ্রাফিক ডিজাইনের সাধারণ জ্ঞান না থাকলেও সমস্যা নেই। আপনি শুধু বাংলায় বা ইংরেজিতে লিখে দিলেই এই টুলটি সঙ্গে সঙ্গে একটি দারুণ ছবি বা ছোট ভিডিয়ো ক্লিপ তৈরি করে দেবে।

অ্যাপ তৈরি:

সবচেয়ে অবাক করা ফিচার এটি। এখানে আপনি কোডিং জ্ঞান ছাড়াই নিজের জন্য ছোটখাটো কার্যকরী অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।

তাৎক্ষণিক সাহায্য:

কোনও কাজে আটকে গেলে আপনি স্ক্রিন শেয়ার করে রিয়েল-টাইমে AI-এর সাহায্য নিতে পারবেন। এটি আপনার ভার্চুয়াল শিক্ষক বা সহকারীর মতো কাজ করবে।

এক কথায়, Google AI Studio একটি অল-ইন-ওয়ান টুল। কনটেন্ট তৈরি, নতুন কিছু শেখা বা নিজের অ্যাপ তৈরি, সবই সম্ভব এক জায়গায়।