Google Nano Banana AI: ছবি এডিট করতে ফটোশপ নয়, ইংরেজিতে শুধু বুঝিয়ে দিতে হবে গুগলকে!
Google AI Studio: ছবি থেকে অপ্রয়োজনীয় কিছু বাদ দেওয়া বা সাদাকালো ছবিকে রঙিন করার মতো কাজগুলো এখন কয়েক সেকেন্ডেই সম্ভব এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের সাহায্যে। কিন্তু কী কী করতে পারে এই এআই?

ছবি এডিট করতে কী প্রয়োজন জানেন কি? দারুন এডিটিং স্কিল? ফটোশপ জানা প্রয়োজন? এবার এই সব সমস্যা এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়েছে গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মডেল জেমিনাই। সম্প্রতি গুগলের নতুন ইমেজ এডিটিং মডেল ‘ন্যানো ব্যানানা’ প্রকাশ্যে এসেছে। এই ন্যানো ব্যানানা মডেল আসলে জেমিনাই ২.৫ ফ্ল্যাশ ইমেজের কোডনেম। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলের মূল চমক হল, এটি শুধুমাত্র মুখের কথায় বা টেক্সট কমান্ড দিয়ে ছবি এডিট করতে পারে।
ছবি থেকে অপ্রয়োজনীয় কিছু বাদ দেওয়া বা সাদাকালো ছবিকে রঙিন করার মতো কাজগুলো এখন কয়েক সেকেন্ডেই সম্ভব এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের সাহায্যে।
কী কী করতে পারে এই এআই?
- যে কোনও ছবি থেকে কোনও নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে যদি সরাতে চান তাহলে শুধু প্রম্পট দিলেই হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিখুঁতভাবে সেই জায়গাটি মুছে দেবে।
- পুরনো দিনের সাদাকালো ছবিকে সহজেই রঙিন করে তুলতে পারে এই মডেল। ঘণ্টার পর ঘণ্টা ধরে করা কাজ এখন হয়ে যাবে এক ক্লিকে।
- মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের জন্য বিলবোর্ডের ছবিতে নিজের পছন্দমতো লেখা যোগ করা যায়। এআই নিজে থেকেই ছবির সঙ্গে মানানসই ফন্ট স্টাইল বেছে নেয়।
- কোনও ব্র্যান্ডের ম্যাসকট বা নির্দিষ্ট চরিত্রকে নানা পরিবেশে বা বিভিন্ন ছবিতে একইরকম দেখতে রেখে ব্যবহার করা সম্ভব।
- আপনার কোম্পানির লোগো মগ, বিজনেস কার্ড বা ডিজিটাল স্ক্রিনে কেমন দেখাবে, তার স্যাম্পেল ছবি মুহূর্তের মধ্যে তৈরি করে দেবে এই টুল।
বিশেষজ্ঞরা বলছেন, এটি এখনই ফটোশপের বিকল্প না হলেও, ডিজাইনার ও মার্কেটারদের দৈনন্দিন অনেক ছোটখাটো কাজকে बेहद সহজ করে দেবে। আপনিও যদি এই টুলটি ব্যবহার করতে চান, তাহলে গুগল AI স্টুডিওতে বিনামূল্যে তা করতে পারেন। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, তাতে ক্রিয়েটিভ জগতের কাজের ধরন যে দ্রুত বদলাতে চলেছে, তা বলাই বাহুল্য।
