GST 2.0 Implementation: আজ থেকে বেশি দাম নিতে পারবে না দোকানিরা, GST 2.0-তে কী কী খরচ কমবে আপনার, দেখে নিন
New GST Slabs: জিএসটির বদলের ক্ষেত্রে সবথেকে জরুরি বিষয় হল, আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। দোকানদার আর পুরনো দামে পণ্য বিক্রি করতে পারবেন না। যদি কোনও পণ্য পুরনো স্টকের হয় এবং এমআরপি বেশি লেখা থাকে, তাও নতুন দামই নিতে হবে নয়া স্টিকার বসিয়ে।

আজ থেকেই সস্তা হচ্ছে বহু পণ্য।Image Credit: PTI
নয়া দিল্লি: দেবীপক্ষের সূচনাতেই দেশজুড়ে আসছে বড় বদল। আজ, ২২ সেপ্টম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি (GST)। এই জিএসটি ২.০-তে জিনিসপত্রের দামে ব্যাপক পরিবর্তন আসছে। আজ থেকে আর জিএসটির ৪টি স্ল্যাব থাকছে না, তুলে নেওয়া হয়েছে ১২ শতাংশ ও ২৮ শতাংশের স্ল্যাব। থাকবে শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশের স্ল্যাব। নয়া জিএসটি নিয়ে সাধারণ মানুষের এই তথ্যগুলি জানা খুব জরুরি। নাহলে ঠকে যেতে পারেন।
জিএসটির বদলের ক্ষেত্রে সবথেকে জরুরি বিষয় হল, আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। দোকানদার আর পুরনো দামে পণ্য বিক্রি করতে পারবেন না। যদি কোনও পণ্য পুরনো স্টকের হয় এবং এমআরপি বেশি লেখা থাকে, তাও নতুন দামই নিতে হবে নয়া স্টিকার বসিয়ে।
জিএসটি ২.০-
- জীবন বিমায় করছাড়- নতুন জিএসটি ব্যবস্থায় ব্যক্তিগত জীবনবিমায় জিএসটি লাগবে না। টার্ম ইন্সুরেন্স প্ল্যান, এনডাওমেন্ট পলিসি এবং ইউনিট লিঙ্কড ইন্সুরেন্স প্ল্যানেও এই সুবিধা পাওয়া যাবে।
- ্স্বাস্থ্যবিমাতেও ছাড়– একইভাবে ব্যক্তিগত স্বাস্থ্যবিমাতেও জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে। পরিবার ও প্রবীণ নাগরিকদের জন্য যে স্বাস্থ্যবিমা রয়েছে, তার প্রিমিয়ামেও জিএসটি তুলে নেওয়া হয়েছে।
- পরিবহনে কর- সড়কপথে পরিবহনে ইনপুট ট্যাক্স ক্রেডিট ছাড়া ৫ শতাংশ কর নেওয়া হবে আজ থেকে। তবে ট্রান্সপোর্ট অপারেটররা চাইলে ইনপুট ট্যাক্স ক্রেডিট সহ ১৮ শতাংশ জিএসটি দিতে পারে। বিমানে এবার ইকোনমি ক্লাসের টিকিটে ৫ শতাংশ জিএসটি লাগবে আগের মতো। তবে বিজনেস ক্লাস ও অন্য প্রিমিয়াম ক্লাসের টিকিটের উপরে ১৮ শতাংশ জিএসটি বসবে।
- ডেলিভারি সার্ভিসে জিএসটি- যদি ই-কমার্স অপারেটর কোনও স্থানীয় ডেলিভারি সার্ভিস দিয়ে পরিষেবা দেয়, তাহলে ই-কমার্স সাইটের উপরে জিএসটি বসবে। যদি ডেলিভারি পার্টনার জিএসটিতে রেজিস্টার থাকে, তাহলে তাদের জিএসটি দিতে হবে। স্থানীয় ডেলিভারি সার্ভিসে ১৮ শতাংশ জিএসটি বসবে।
- ওষুধে করছাড়- ৩৩টি জীবনদায়ী ওষুধে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকি ওষুধে আগের মতোই ৫ শতাংশ জিএসটি বসবে।
- ভাড়াতেও জিএসটি- শুধু জিনিস কিনলে নয়, ভাড়া দিলেও দিতে হবে জিএসটি। গাড়ি কিনলে যেমন ১৮ শতাংশ জিএসটি বসবে, একইভাবে ড্রাইভার ছাড়া গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও ১৮ শতাংশই জিএসটি বসবে। এই নিয়ম বাকি পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য।
- আমদানিতে জিএসটি- নতুন জিএসটির নিয়মে আমদানি করা পণ্যের উপর বসবে ইন্টিগ্রেটেড জিএসটি।
- দুধে জিএসটি শূন্য- প্রক্রিয়াজাত দুধে সম্পূর্ণ জিএসটি ছাড় দেওয়া হয়েছে। প্ল্যাট বেসড দুধে এই জিএসটি ছাড় পাওয়া যাবে না। সোয়া মিল্ক, আমন্ড মিল্কে এবার থেকে ৫ শতাংশ জিএসটি দিতে হবে। আগে সোয়া মিল্কে ১২ শতাংশ, আমন্ড মিল্কে ১৮ শতাংশ জিএসটি বসত।
- শ্যাম্পু, ফেস পাউডার থেকে শুরু করে এসি-টিভি-ফ্রিজে জিএসটি ছাড়- নতুন জিএসটি ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য, গাড়ি, বাইক সস্তা হবে আজ থেকে। নতুন দামেই আজ থেকে পণ্য বিক্রি করতে হবে।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
