AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heat Wave, Air Conditioner: গরমে AC কিনেছেন, কিন্তু এই কাজটা না করে থাকলে আপনার দুর্দশার শেষ থাকবে না!

AC in Summer: নতুন এসি তো কেনা হল। কিন্তু এসি লাগানোর আগে আপনাকে আরও একটা কাজ করতে হবে। যা না করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিদ্যুৎ বণ্টন সংস্থাই!

Heat Wave, Air Conditioner: গরমে AC কিনেছেন, কিন্তু এই কাজটা না করে থাকলে আপনার দুর্দশার শেষ থাকবে না!
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jun 17, 2025 | 11:29 AM

প্রচণ্ড গরম। আর এই গরমে অনেকেই এসি কিনেছেন, বা কিনবেন ঠিক করেছেন। এবার এসি কিনবেন ভাবলেই তো কেনা যায় না। আপনি যে জায়গায় এসি লাগাবেন তার আয়তনের উপর নির্ভর করে নির্ধারিত হবে আপনার এসির লোড। যেমন সাধারণত বলা হয় ১০০ স্কোয়্যার ফিটের ঘরের জন্য ১ টন বা ১৫০ স্কোয়্যার ফিটের ঘরের জন্য ১.৫ টন এসি লাগে।

নতুন এসি তো কেনা হল। কিন্তু এসি লাগানোর আগে আপনাকে আরও একটা কাজ করতে হবে। যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হল আপনার বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বলে আপনার বাড়ির লোড বাড়ানো। কারণ আপনার লোড কম হলে আর এসি লাগানোর ফলে বেশি লোড পড়লে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা বা সিইএসসি দুই সংস্থাই যথাযথ ব্যবস্থা নেবে।

তারা কীভাবে বুঝবে লোড বাড়ছে? গরমে আপনার বিদ্যুতের বিল এলেই বোঝা যাবে আপনি কতটা বিদ্যুৎ ব্যবহার করেছেন। আর তখনই বণ্টন সংস্থাগুলোর কাছে ধরা পড়ে যাবেন আপনি। আর লোড না বাড়িয়ে অনেকেই এসি চালায়। ফলে অনেক সময় কোনও নির্দিষ্ট এলাকায় বিদ্যুতের চাহিদা হঠাৎ করেই বেড়ে যায়। আর তখনই লোডশেডিং হয়। ফলে, নিয়ম মেনে আপনার মিটারে লোড বাড়ান। আর এই গরমে এসির ঠান্ডা হাওয়া উপভোগ করুন।