Bollywood actress-entrepreneurs: দীপিকা থেকে কৃতি, ফিল্মের পাশপাশি ফাটিয়ে ব্যবসা করছেন এই হট বলি ডিভারা
Bollywood actress-entrepreneurs: প্রবাদ আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। বর্তমান সময়ের বলিউড অভিনেত্রীদের নিয়েও এই কথা বলা যায়। একদিকে যেমন, অভিনয়, পর্দায় তাঁদের উপস্থিতি দিয়ে কোটি কোটি মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তাঁরা, একইসঙ্গে সফলভাবে ব্যবসাও পরিচালনা করছেন তাঁরা। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কৃতী শ্যানন - এখনকার বেশ কয়েকজন হট বলি ডিভা, ফিল্মে অভিনয়ের পাশাপাশি ফাটিয়ে ব্যবসাও করছেন। কারা তাঁরা? কীসের ব্যবসা তাঁদের? আসুন জেনে নেওয়া যাক -
Most Read Stories