Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood actress-entrepreneurs: দীপিকা থেকে কৃতি, ফিল্মের পাশপাশি ফাটিয়ে ব্যবসা করছেন এই হট বলি ডিভারা

Bollywood actress-entrepreneurs: প্রবাদ আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। বর্তমান সময়ের বলিউড অভিনেত্রীদের নিয়েও এই কথা বলা যায়। একদিকে যেমন, অভিনয়, পর্দায় তাঁদের উপস্থিতি দিয়ে কোটি কোটি মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তাঁরা, একইসঙ্গে সফলভাবে ব্যবসাও পরিচালনা করছেন তাঁরা। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কৃতী শ্যানন - এখনকার বেশ কয়েকজন হট বলি ডিভা, ফিল্মে অভিনয়ের পাশাপাশি ফাটিয়ে ব্যবসাও করছেন। কারা তাঁরা? কীসের ব্যবসা তাঁদের? আসুন জেনে নেওয়া যাক -

| Edited By: | Updated on: Jun 21, 2024 | 6:15 PM
দীপিকা পাড়ুকোন - বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিগ বাজেট হিট দেওয়ার পাশাপাশি ব্যবসা জগতেও সমান প্রভাব বিস্তার করেছেন। স্কিনকেয়ার ব্র্যান্ড '82°E', পোশাকের ব্র্যান্ড 'অল অ্যাবাউট ইউ' চালু করেছেন তিনি। সেই সঙ্গে, মানসিক স্বাস্থ্যের সমস্যাকে সমর্থন করতে 'লিভ, লাভ, লাফ' নামে একটি ফাউন্ডেশন-ও চালান তিনি। এছাড়া, দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড 'ইপিগামিয়া', সৌন্দর্য পণ্যের ব্র্যান্ড 'পার্পল'-এর মতো বেশ কয়েকটি স্টার্ট-আপ সংস্থাতেও বিনিয়োগ করেছেন এই বলি ডিভা। 'কা প্রোডাকশন' নামে তাঁর একটি প্রোডাকশন হাউসও রয়েছে।

দীপিকা পাড়ুকোন - বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিগ বাজেট হিট দেওয়ার পাশাপাশি ব্যবসা জগতেও সমান প্রভাব বিস্তার করেছেন। স্কিনকেয়ার ব্র্যান্ড '82°E', পোশাকের ব্র্যান্ড 'অল অ্যাবাউট ইউ' চালু করেছেন তিনি। সেই সঙ্গে, মানসিক স্বাস্থ্যের সমস্যাকে সমর্থন করতে 'লিভ, লাভ, লাফ' নামে একটি ফাউন্ডেশন-ও চালান তিনি। এছাড়া, দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড 'ইপিগামিয়া', সৌন্দর্য পণ্যের ব্র্যান্ড 'পার্পল'-এর মতো বেশ কয়েকটি স্টার্ট-আপ সংস্থাতেও বিনিয়োগ করেছেন এই বলি ডিভা। 'কা প্রোডাকশন' নামে তাঁর একটি প্রোডাকশন হাউসও রয়েছে।

1 / 9
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস - প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আজ আর শুধু বলি তারকা নন, তিনি একজন গ্লোবাল সুপারস্টার। অভিনয়, গান গাওয়ার পাশাপাশি তিনি 'অ্যানোমালি' নামে একটি চুলের যত্ন নেওয়ার পণ্যের ব্র্যান্ড চালু করেছেন। 'পার্পল পেবল পিকচার্স' নামে তাঁর একটি প্রোডাকশন হাউসও রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস - প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আজ আর শুধু বলি তারকা নন, তিনি একজন গ্লোবাল সুপারস্টার। অভিনয়, গান গাওয়ার পাশাপাশি তিনি 'অ্যানোমালি' নামে একটি চুলের যত্ন নেওয়ার পণ্যের ব্র্যান্ড চালু করেছেন। 'পার্পল পেবল পিকচার্স' নামে তাঁর একটি প্রোডাকশন হাউসও রয়েছে।

2 / 9
অনুষ্কা শর্মা - নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসে, আজ বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে পৌঁছেছেন অনুষ্কা শর্মা। অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল উদ্যোগপতিও। ২০১৪ সালে, তিনি তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে 'ক্লিন স্লেট ফিল্মস' নামে  একটি প্রোডাকশন হাউস চালু করেছিলেন। এরপর, তিনি 'নুশ' নামে 'মিন্ত্রা' অনলাইন প্ল্যাটফর্মে একটি পোশাকের ব্র্যান্ড চালু করেছেন।

অনুষ্কা শর্মা - নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসে, আজ বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে পৌঁছেছেন অনুষ্কা শর্মা। অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল উদ্যোগপতিও। ২০১৪ সালে, তিনি তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে 'ক্লিন স্লেট ফিল্মস' নামে একটি প্রোডাকশন হাউস চালু করেছিলেন। এরপর, তিনি 'নুশ' নামে 'মিন্ত্রা' অনলাইন প্ল্যাটফর্মে একটি পোশাকের ব্র্যান্ড চালু করেছেন।

3 / 9
আলিয়া ভাট - আলিয়া ভাট শুধু অভিনেত্রী নন, তাঁকে বলা হয় মাল্টিট্যালেন্টেড। ২০২০-তে তিনি শিশুদের জন্য টেকসই এবং পরিবেশ-বান্ধব পোশাকের ব্র্যান্ড, 'এড-এ-মামা' চালু করেছিলেন ই-কমার্স প্ল্যাটফর্ম, 'ফাস্টক্রাই'-তে । এছাড়া, 'ইটার্নাল সানশাইন প্রোডাকশন' নামে একটি ফিল্ম প্রোডাকশন হাউস রয়েছে তাঁর।

আলিয়া ভাট - আলিয়া ভাট শুধু অভিনেত্রী নন, তাঁকে বলা হয় মাল্টিট্যালেন্টেড। ২০২০-তে তিনি শিশুদের জন্য টেকসই এবং পরিবেশ-বান্ধব পোশাকের ব্র্যান্ড, 'এড-এ-মামা' চালু করেছিলেন ই-কমার্স প্ল্যাটফর্ম, 'ফাস্টক্রাই'-তে । এছাড়া, 'ইটার্নাল সানশাইন প্রোডাকশন' নামে একটি ফিল্ম প্রোডাকশন হাউস রয়েছে তাঁর।

4 / 9
ক্যাটরিনা কাইফ - পর্দার পাশাপাশি ব্যবসা জগতেও ঊজ্জ্বল উপস্থিতি রয়েছে ক্যাটরিনা কাইফের। কসমেটিক ব্র্যান্ড, 'কে বিউটি' দিয়ে তিনি সৌন্দর্য শিল্পের জগতে প্রবেশ করেছেন।

ক্যাটরিনা কাইফ - পর্দার পাশাপাশি ব্যবসা জগতেও ঊজ্জ্বল উপস্থিতি রয়েছে ক্যাটরিনা কাইফের। কসমেটিক ব্র্যান্ড, 'কে বিউটি' দিয়ে তিনি সৌন্দর্য শিল্পের জগতে প্রবেশ করেছেন।

5 / 9
কৃতি শ্যানন - জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী কৃতি শ্যানন ধীরে ধীরে বলিউডের শীর্ষে উঠে আসছেন। আর ফিল্মি কেরিয়ারের এই উঠতি সময়েই তিনি ব্যবসা জগতেও পা রেখেছেন। কসমেটিক ব্র্যান্ড, 'হাইফেন'-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া তিনি 'ব্লু বাটারফ্লাই ফিল্মস' নামে একটি প্রোডাকশন হাউসও চালু করেছেন।

কৃতি শ্যানন - জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী কৃতি শ্যানন ধীরে ধীরে বলিউডের শীর্ষে উঠে আসছেন। আর ফিল্মি কেরিয়ারের এই উঠতি সময়েই তিনি ব্যবসা জগতেও পা রেখেছেন। কসমেটিক ব্র্যান্ড, 'হাইফেন'-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া তিনি 'ব্লু বাটারফ্লাই ফিল্মস' নামে একটি প্রোডাকশন হাউসও চালু করেছেন।

6 / 9
সারা আলি খান - নিয়মিত এবং পপ-সংস্কৃতির পোশাকের ব্র্যান্ড, 'দ্য সোল্ড স্টোর'-এর ইক্যুইটি পার্টনার সারা আলি খান। তিনি নিজেও পপ-সংস্কৃতির অনুরাগী। তাই এই সংস্থাকেই বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন তিনি।

সারা আলি খান - নিয়মিত এবং পপ-সংস্কৃতির পোশাকের ব্র্যান্ড, 'দ্য সোল্ড স্টোর'-এর ইক্যুইটি পার্টনার সারা আলি খান। তিনি নিজেও পপ-সংস্কৃতির অনুরাগী। তাই এই সংস্থাকেই বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন তিনি।

7 / 9
শ্রদ্ধা কাপুর - ক্রমশঃ ব্যবসা জগতেও তারকা হয়ে উঠছেন শ্রদ্ধা কাপুর। চারটি বড় সংস্থায় তাঁর অংশীদারিত্ব আছে। বর্তমানে তিনি বিউটি এবং কসমেটিক্স ব্র্যান্ড 'মাইগ্ল্যাম', বিলাসবহুল ফার্নিশিং ব্র্যান্ড 'বেলাকাসা', আয়ুর্বেদিক পণ্যের সংস্থা 'শূন্য' এবং স্বাস্থ্য পরিষেবা ব্র্যান্ড, 'পাওয়ার গামিস'-এ বিনিয়োগ করেছেন।

শ্রদ্ধা কাপুর - ক্রমশঃ ব্যবসা জগতেও তারকা হয়ে উঠছেন শ্রদ্ধা কাপুর। চারটি বড় সংস্থায় তাঁর অংশীদারিত্ব আছে। বর্তমানে তিনি বিউটি এবং কসমেটিক্স ব্র্যান্ড 'মাইগ্ল্যাম', বিলাসবহুল ফার্নিশিং ব্র্যান্ড 'বেলাকাসা', আয়ুর্বেদিক পণ্যের সংস্থা 'শূন্য' এবং স্বাস্থ্য পরিষেবা ব্র্যান্ড, 'পাওয়ার গামিস'-এ বিনিয়োগ করেছেন।

8 / 9
রশ্মিকা মান্দানা - সৌন্দর্য এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ড,  প্লাম-এর অন্যতম বিনিয়োগকারী হলেন রশ্মিকা মান্দানা।

রশ্মিকা মান্দানা - সৌন্দর্য এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ড, প্লাম-এর অন্যতম বিনিয়োগকারী হলেন রশ্মিকা মান্দানা।

9 / 9
Follow Us: