EPFO: কীভাবে ATM থেকে তুলবেন পিএফের টাকা?

Dec 11, 2024 | 9:14 PM

EPFO: বড় ঘোষণা করে দিয়েছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা। তাই এখন যেখানে পিএফ এর জমা টাকা তোলার জন্য আগাম আবেদন, তারপর দীর্ঘ অপেক্ষা চলতো তা শেষ হতে চলেছে। আগামী বছরের শুরু থেকেই উপভোক্তারা পাবেন নতুন সুবিধা। কিন্তু, এ টাকা তোলা প্রক্রিয়া কেমন? কতটা সহজ, কতটাই বা জটিল?

EPFO: কীভাবে ATM থেকে তুলবেন পিএফের টাকা?
ইপিএফও-তে আসছে বদল।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: এটিএম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তোলা তো এখন জলভাত। কিন্তু তাই বলে পিএফ এর টাকাও তোলা যাবে এটিএম থেকে? জল্পনা চলছিলই, এবার এমনটাই সত্যি হতে চলেছে। এবার এটিএমে ঢুকেই তুলে নেওয়া যাবে EPFO তে জমা রাখা টাকা। বড় ঘোষণা করে দিয়েছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা। তাই এখন যেখানে পিএফ এর জমা টাকা তোলার জন্য আগাম আবেদন, তারপর দীর্ঘ অপেক্ষা চলতো তা শেষ হতে চলেছে। আগামী বছরের শুরু থেকেই উপভোক্তারা পাবেন নতুন সুবিধা। কিন্তু, এ টাকা তোলা প্রক্রিয়া কেমন? কতটা সহজ, কতটাই বা জটিল?

বর্তমানে কোনও চাকুরিজীবী যদি তার EPFO ​​অ্যাকাউন্ট থেকে PF-র টাকা তুলতে চান তবে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগে। যে টাকা আপনি তুলতে চাইছেন তার জন্য এখন প্রথমে আপনাকে সংশ্লিষ্ট পোর্টাল বা অ্যাপে গিয়ে আবেদন করতে হয়, তারপর ফিল্ড অফিসার এটি অনুমোদন করেন, তারপরে আপনার পিএফের টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। কিন্তু, কাজ হবে কেমন করে?

কীভাবে এই সিস্টেম কাজ করবে?

শ্রম মন্ত্রক সূত্রে খবর, গোটা ইপিএফও সিস্টেমকে এটিএমের সঙ্গে জুড়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে এটিএম থেকে পিএফ তোলার আগে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার পিএম অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তবে এটিএম থেকে পিএফ অ্যাকাউন্টের টাকা তোলা যাবে। এর জন্য আপনাকে EPFO-এর অফিসিয়াল সাইটে যেতে হবে। যেখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে EPFO ​​অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন পাবেন। বর্তমানে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে EPFO ​​পোর্টালে যেতে হয়। এরপরে, UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাচাই করার পর অ্যাকাউন্টের পাসবুক বা চেক আপলোড করতে হয়। এই গোটা প্রক্রিয়াই এটিএম থেকে টাকা তোলা শুরু হলে অনেকটা দ্রুত হবে বলে মত শ্রম মন্ত্রকের।

 

Next Article