Bank Account-এ নেই কানাকড়ি, তবুও ATM থেকে তুলতে পারবেন হাজার হাজার টাকা!
Bank Account: কারও যদি অ্যাকাউন্টে একটি কানা-কড়িও পড়ে না থাকে তাহলে? সেক্ষত্রেও কিছু নিয়ম মানলে যে কেউ ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন।

ডেবিট কার্ড আজকাল অনেকেই ব্যবহার করেন। কারণ, ডেবিট কার্ড ছাড়া ইউপিআয়ের সুবিধা পাওয়া যায় না। প্রধানমন্ত্রী জন ধন যোজনা ও ইউপিআইয়ের প্রসারের ফলে এখন অনেক মানুষের হাতেই পৌঁছে গিয়েছে ডেবিট কার্ড। আর এর কারণে, নগদের উপর মানুষের নির্ভরতা কমেছে। পরিবির্তে এখন মানুষ প্লাস্টিক মানি বা অনলাইনে লেনদেনের উপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। ছোটছোট চায়ের দোকান থেকে বড় বড় শপিংমল, সর্বত্রই ইউপিআই পেমেন্ট করা যায়।
কিন্তু কারও যদি অ্যাকাউন্টে একটি কানা-কড়িও পড়ে না থাকে তাহলে? সেক্ষত্রেও কিছু নিয়ম মানলে যে কেউ ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। এইচডিএফসি ব্যাঙ্কের মতো কিছু ব্যাঙ্ক এটিএমের মাধ্যমে গ্রাহকদের পার্সোনাল লোনের সুবিধা দেয়। এই সুবিধা নিয়ে অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া যাবে টাকা।
এইচডিএফসি ব্যাঙ্কের এটিএমে গিয়ে মেশিনে কার্ড ইনসার্ট করে লোন অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় তথ্য দিলেই ঋণের পরিমাণ, সুদের হার, ইএমআই ও ঋণের মেয়াদ সবই জানা যাবে। এর পরবর্তী স্টেপে ব্যাঙ্ক আরও কিছু ব্যক্তিগত তথ্য চাইবে। যা ফিলআপ করতে হবে। এরপর এটিএম পিন দিলেই হয়ে যাবে কেল্লাফলে। অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।
তবে এই সুবিধা যে কেউ চাইলেই পাবে না। কোনও গ্রাহক এইচডিএফসি ব্যাঙ্কের পূর্ব অনুমোদিত ঋণের তালিকায় থাকলে তবেই এই সুবিধা নিতে পারবেন। আর ক্রেডিট কার্ড থাকলে এমনিই এটিএম থেকে তাকা তোলা যায়। তবে, সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো গ্রাহকদের কাছ থেকে বেশ চড়া হারে সুদ নেয়। তাই বিশেষজ্ঞরা এইভাবে টাকা তুলতে নিষেধ করেন।
