AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন শুধু এরাই, রেলওয়ের বুকিংয়ে ফের বদল

Indian Railways: যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, তারা সকাল ৮টার আগে এবং সকাল ১০ টার পরে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই নিয়ম শুধুমাত্র আইআরসিটিসি-র ডিজিটাল প্ল্য়াটফর্মের জন্য অর্থাৎ অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে কার্যকর।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন শুধু এরাই, রেলওয়ের বুকিংয়ে ফের বদল
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 09, 2025 | 8:34 AM
Share

নয়া দিল্লি: আবারও ট্রেনের বুকিংয়ের নিয়মে বদল। এবার থেকে শুধু আর তৎকাল বুকিং নয়, সাধারণ টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হল আধার অথেনটিকেশন (Aadhaar Authentication)। ২৮ অক্টোবর থেকেই নতুন নিয়ম চালু হয়েছে। এবার থেকে ট্রেনে অনলাইনে টিকিট কাটার (online Ticket Booking) ক্ষেত্রে আধার নম্বর যাচাই বা আধার অথেনটিকেশন বাধ্যতামূলকভাবে লাগবে।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, আইআরসিটিসির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটার ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নিয়ম কার্যকর হবে শুধুমাত্র সকাল ৮টা থেকে ১০টার মধ্যেই। পিক আওয়ারে যাতে সকল যাত্রীরা টিকিট কাটার সুযোগ পান এবং টিকিট বুকিংয়ে কোনও জালিয়াতি না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে ১০টা হল অনলাইন রিজার্ভেশনের ব্যস্ততম সময়। জনপ্রিয় বা সবথেকে বেশি সংখ্যক যাত্রী সংখ্যার ট্রেনগুলির টিকিট বুকিংয়ের কার্যত প্রতিযোগিতা হয় এই সময়েই। যাতে এই ব্যস্ত সময়ে অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে কোনওভাবে জালিয়াতি না হয়, যেমন একাধিক লগ ইন বা এজেন্টদের টিকিট কেটে রাখা, সেই জন্যই নতুন নিয়ম আনা হয়েছে। আইআরসিটিসি এই দুই ঘণ্টা সময় শুধুমাত্র আধার ভেরিফায়েড ইউজারদের টিকিট কাটার জন্যই বরাদ্দ রেখেছে।

যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, তারা সকাল ৮টার আগে এবং সকাল ১০ টার পরে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই নিয়ম শুধুমাত্র আইআরসিটিসি-র ডিজিটাল প্ল্য়াটফর্মের জন্য অর্থাৎ অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে কার্যকর। অফলাইন বুকিংয়ের জন্য এই নিয়ম কার্যকর নয়। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে এমন কোনও সময়ের ভাগ নেই।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসের ১ তারিখ থেকেই তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার অথেনটিকেশন সিস্টেম চালু করা হয়। মূলত বাল্ক বুকিং, টিকিট কিনে সেটি পুনরায় বিক্রি রুখতেই এই নিয়ম চালু করা হয়েছে।

কীভাবে আধার ভেরিফিকেশন করবেন?

  • প্রথমে www.irctc.co.in-র ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করতে হবে।
  • এরপর মাই প্রোফাইলে গিয়ে ‘অথেনটিকেট ইউজার’-এ ক্লিক করতে হবে।
  •   এবার নিজের আধার নম্বর দিতে হবে।
  • পরের ধাপে ভেরিফাই ডিটেইল অ্য়ান্ড রিসিভ ওটিপি অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে সাবমিট করতে হবে।