Train Lower Berth: ট্রেনের লোয়ার বার্থ পাবেন গ্যারান্টি! নতুন ফিচার্স আনল Indian Railways
Indian Railways: দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় অনেকেই লোয়ার বার্থ বা নীচের বার্থ সিট পছন্দ করেন। বিশেষ করে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম যারা কিংবা গর্ভবতী মহিলা, তারা লোয়ার বার্থই পছন্দ করেন। রেলের কম্পিউটারাইজড সিস্টেমে প্রবীণ ব্যক্তি ও ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের লোয়ার বার্থ বরাদ্দ করার ব্যবস্থা থাকলেও, অনেক সময় সিট ফাঁকা না থাকায় তা পাওয়া যায় না।

নয়া দিল্লি: ট্রেনের যাত্রীদের জন্য নতুন নিয়ম। ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফে একাধিক পদক্ষেপ করা হল টিকিট বুকিং (Train Ticket Booking) পদ্ধতিকে আরও সহজ ও যাত্রী বান্ধব করে তুলতে। নয়া নিয়মে ট্রেনের লোয়ার বার্থে টিকিট বুকিংয়ের নিয়ম বদল করা হয়েছে।
চলতি বছরের শুরুতেই যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ান অ্যাপ (RailOne app) লঞ্চ করেছে ভারতীয় রেল। এই অ্যাপের মাধ্যমে সংরক্ষিত ও অসংরক্ষিত কামরার জন্য টিকিট কাটার সুবিধা হবে। বর্তমানে রেলের অ্যাডভান্সড বুকিংয়ের সময়ও ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে।
লোয়ার বার্থের বুকিংয়ের নিয়ম-
দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় অনেকেই লোয়ার বার্থ বা নীচের বার্থ সিট পছন্দ করেন। বিশেষ করে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম যারা কিংবা গর্ভবতী মহিলা, তারা লোয়ার বার্থই পছন্দ করেন। রেলের কম্পিউটারাইজড সিস্টেমে প্রবীণ ব্যক্তি ও ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের লোয়ার বার্থ বরাদ্দ করার ব্যবস্থা থাকলেও, অনেক সময় সিট ফাঁকা না থাকায় তা পাওয়া যায় না।
ট্রেনে টিকিট বুকিংয়ের সময়ই একটি প্রেফারেন্স অপশন পাওয়া যায়, সেখানে লোয়ার বার্থ সিলেক্ট করা যায়। তবে এই অপশন সিলেক্ট করার পরও অনেক সময়ই আপার বা মিডল বার্থের সিট পাওয়া যায়।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার আরও একটি অপশন আনা হল, যেখানে শুধুমাত্র লোয়ার বার্থ ফাঁকা থাকলে, তবেই টিকিট বুক করা যাবে। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যাত্রীরা অনলাইনে টিকিট কাটার সময় “বুক ওনলি ইফ লোয়ার বার্থ ইজ অ্যাভেলেবল” অপশন বেছে নিতে পারবেন।
সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ কামরায় রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময় নির্দিষ্ট থাকবে শুধুমাত্র যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য। বাকি সময় বার্থ তুলে রাখা যাবে না। সেই সময় যাত্রীদের বসেই যেতে হবে। সাইড লোয়ার বার্থের ক্ষেত্রে যদি আরএসি বুকিং থাকে, তাহলে রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত আপার বার্থের যাত্রী লোয়ার বার্থে বসার জন্য দাবি জানাতে পারেন না।
