Railway Ticket Booking: IRCTC দিচ্ছে বড় সুযোগ! এই কাজ করলেই একসঙ্গে কাটা যাবে ২৪টি টিকিট

Indian Railway: রেলওয়ে মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে কোনও গ্রাহক আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে একমাসে মোট ৬টি টিকিট কাটতে পারে।

Railway Ticket Booking: IRCTC দিচ্ছে বড় সুযোগ! এই কাজ করলেই একসঙ্গে কাটা যাবে ২৪টি টিকিট
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 7:43 PM

কলকাতা: গোটা দেশেই অনেক মানুষ দূরপাল্লার যাত্রার জন্য ভারতীয় রেলের ওপর নির্ভরশীল। আগে দূরপাল্লার ট্রেন যাত্রার ক্ষেত্রে রিজার্ভবেশন কাউন্টারে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হত, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (Indian Railways Catering and Tourism Corporation) বা আইআরসিটিসি (IRCTC) অনলাইনে টিকিট কাটার সুযোগ দেওয়া লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সমস্যা অনেকটা লাঘব হয়েছে। আইআরসিটিসি গ্রাহকদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। যাত্রী সুবিধার্থে ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে নির্দিষ্ট আইআরসিটিসি গ্রাহকরা আরও বেশি সংখ্যায় টিকিট কাটতে পারবেন। রেলমন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, যেসব গ্রাহকদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত নেই, তারা এখন থেকে মাসে ৬টির বদলে ১২টি টিকিট কাটতে পারবেন। অন্যদিকে যেসব গ্রাহকদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে, তারা এখন থেকে ১২ টির বদলে একমাসে মোট ২৪টি টিকিট কাটতে পারবেন।

রেলওয়ে মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে কোনও গ্রাহক আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে একমাসে মোট ৬টি টিকিট কাটতে পারে। অন্যদিকে আধার কার্ড সংযুক্ত অ্যাকাউন্ট হোল্ডাররা ১২ টি টিকিট কাটতে পারে। সেই সংখ্যাটাই এবার দ্বিগুণ হতে চলেছে। প্রসঙ্গত, আরটিআই থেকে জানা গিয়েছে, চলতি বছর ভারতীয় রেলওয়ে মোট ৯ হাজারটি ট্রেন পরিষেবা বাতিল করেছে যাঁর মধ্য কয়লা পরিবহণ সংক্রান্ত সমস্যার জন্য ১ হাজার ৯০০ টি ট্রেন বাতিল হয়েছে। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নির্মাণ কাজ এবং রক্ষণাবেক্ষণের কারণে চলতি বছর মোট ৬ হাজার ৯৯৫টি ট্রেন বাতিল হয়েছে।