আপনার Pan Card-এর সঙ্গে লিঙ্ক করা রয়েছে Aadhaar Card? কীভাবে জানবেন আর লিঙ্ক না থাকলে কী করবেন?
Aadhaar Card-Pan Card Link: আধার-প্যান লিঙ্ক করা থাকলে তো নিশ্চিন্ত। আর করা না থাকলে লিঙ্ক করতে হবে। কিন্তু আপনি কীভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না? অনেকেই এমন রয়েছেন যাঁরা বারে বারে ওয়েবসাইটে গিয়ে চেক করতে চান না। তাহলে কী উপায়?

জানেন তো, এখন আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। আর এই লিঙ্ক না থাকলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। আর তার ফলে যে কোনও ধরনের আর্থিক লেনদেন, ট্যাক্স রিফান্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইকরণ থেকে শুরু করে যে কোনও ধরনের আর্থিক কাজ আটকে যেতে পারে শুধুমাত্র এই প্যান কার্ডে সামান্য সমস্যার কারণে। কিন্তু আপনার আধার-প্যান লিঙ্ক রয়েছে কি না কীভাবে বুঝবেন?
আধার-প্যান লিঙ্ক করা থাকলে তো নিশ্চিন্ত। আর করা না থাকলে লিঙ্ক করতে হবে। কিন্তু আপনি কীভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না? অনেকেই এমন রয়েছেন যাঁরা বারে বারে ওয়েবসাইটে গিয়ে চেক করতে চান না। তাহলে কী উপায়? আসলে এখন একটা সামান্য মেসেজ পাঠিয়েই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার আধারের সঙ্গে প্যানের লিঙ্ক রয়েছে কি না।
কীভাবে চেক করবেন?
- মোবাইল ফোনের এসএমএস অ্যাপে গিয়ে লিখুন: UIDPAN <স্পেস> <12 সংখ্যার আধার নম্বর> <স্পেস> <10 সংখ্যার প্যান নম্বর>
- যদি আপনার আধার নম্বর হয় 1234-5678-9123 ও প্যান নম্বর হয় ABCDE1234F তাহলে পাওনাকে লিখতে হবে: UIDPAN 123456789123 ABCDE1234F
- এই মেসেজটি পাঠিয়ে দিন 567678 বা 56161 নম্বরে। আর এর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি একটি মেসেজ পাবেন যেখানে লেখা থাকবে আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কি না। তবে হ্যাঁ, এই মেসেজ পাঠানোর জন্য আপনার ফোনে ব্যালেন্স থাকা প্রয়োজন। শুধুমাত্র আনলিমিটেড প্যাক রিচার্জ করা থাকলে এই মেসেজ নাও যেতে পারে।
লিঙ্ক না থাকলে কী করবেন?
- আপনি যদি জানতে পারেন যে আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা নেই তাহলে https://www.incometax.gov.in/iec/foportal ওয়েবসাইটে যান। সেখানে লিঙ্ক আধারের অপশন পাবেন। সেখানে প্যান নম্বর, আধার নম্বর ও মোবাইল নম্বর লিখুন। এরপর ওটিপি যাচাই করে লিঙ্কিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলবেন।
- এ ছাড়াও এসএমএসের মাধ্যমেও এই লিঙ্ক করা যায়। এই ক্ষেত্রে এসএমএস অ্যাপে গিয়ে লিখুন: UIDPAN <12 সংখ্যার আধার নম্বর> <10 সংখ্যার প্যান নম্বর> এরপর এই মেসেজটি পাঠিয়ে দিন 567678 বা 56161 নম্বরে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনও স্পেস থাকবে না। কারণ, যাচাইকরণের ক্ষেত্রে এই স্পেস দিতে হয়।
