Bike Price: সাধের দু’চাকা কেনা এখন দুঃসাধ্য, কেন বাইকের দাম এত বাড়ছে?
Bike Price In india: দু'চাকা কেনার সাধ অনেকেরই থাকে। একে যাতায়াতে সুবিধা, তার মধ্যে দ্রুতই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। অনেকেই দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে বা সহজ কিস্তিতে বাইক কিনে থাকেন।
দু’চাকা কেনার সাধ অনেকেরই থাকে। একে যাতায়াতে সুবিধা, তার মধ্যে দ্রুতই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। অনেকেই দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে বা সহজ কিস্তিতে বাইক কিনে থাকেন। তথাকথিত ভাবে শহরের বাসিন্দাদের মনে হয় গ্রামে বাইকের চল কম। তবে পরিসংখ্যান বলছে, গ্রামেই বাইক বেশি বিক্রি হয়। সেই গ্রামীণ ভারতে বাইকের বিক্রি এখন তলানির দিকে। ভারতে যেসব বাইক পাওয়া যায়, তার ৭৫ শতাংশ কম দামের। এই বাইকের ৬০ শতাংশই গ্রামে বিক্রি হয়। তাই গ্রামে বাইক বিক্রি না হলে অটো মোবাইল শিল্পে যে ধাক্কা লাগতে পারে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। ফেব্রুয়ারিতে দেশের সেরা পাঁচটি বাইক নির্মাণ সংস্থার মোট বিক্রি যা ছিল তা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২৫ শতাংশ কম।
কেন গ্রামে বাইকের বিক্রি কমছে? সিএমআইইর তথ্যে বলা হয়েছে গ্রামঞ্চলে বেকারত্বের হার ৮.৩৫ শতাংশ। অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে গ্রামে বাইকের চাহিদা কমেছে। বাইক বিশেষজ্ঞকরা বলছেন, কাঁচামালের আর্থিক বৃদ্ধির ফলে চলতি আর্থিক বছরে বাইক কোম্পানিগুলি তিনবার বাইকের দাম বাড়িয়েছে। বাইকের দাম বৃদ্ধির আরও বেশ কিছু কারণ রয়েছে। বিস্তারিত জানুন ভিডিয়োতে।