ITR Filing Last Date: আজকেই শেষ তারিখ, আয়কর রিটার্ন জমা দিতে না পারলে কত টাকা জরিমানা দিতে হবে?
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ ছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার। তবে পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়। এই সময়ের মধ্যে আইটিআর জমা করতে হবে। আইটি রিটার্ন করার সময় আর বাড়ায়নি আয়কর বিভাগ। এবার প্রশ্ন হল, যদি আজকের মধ্যে আপনি আইটিআর দাখিল করতে না পারেন, তাহলে কী হবে?

নয়া দিল্লি: এখনও আয়কর রিটার্ন ফাইল করেননি? আজই কিন্তু শেষ দিন আইটিআর জমা করার শেষ দিন। শেষ মুহূর্তে আইটিআর (ITR) জমা করার চেষ্টা করছেন। যদি কোনওভাবে আজ আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করতে না পারেন, তাহলে কী হবে জানেন? দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।
৩১ জুলাই শেষ তারিখ ছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার। তবে পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়। এই সময়ের মধ্যে আইটিআর জমা করতে হবে। আইটি রিটার্ন করার সময় আর বাড়ায়নি আয়কর বিভাগ। এবার প্রশ্ন হল, যদি আজকের মধ্যে আপনি আইটিআর দাখিল করতে না পারেন, তাহলে কী হবে?
চলতি অর্থবর্ষের জন্য আপনি ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারেন। ২৩৪ এফ ধারায় ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন, তবে এর জন্য জরিমানাও দিতে হবে। যদি আপনার আয় ৫ লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। যাদের আয় ৫ লক্ষ টাকার বেশি, তাহলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।
যদি ৩১ ডিসেম্বরের পরে আয়কর জমা দেন, তাহলে জরিমানার উপরে আবার ইন্টারেস্ট দিতে হবে। প্রতি মাসে ১ শতাংশ করে সুদ দিতে হবে।
এছাড়া আয়কর ছাড়ের একাধিক সুবিধাও পাবেন না। পুরনো আয়কর কাঠামো ও নতুন আয়কর কাঠামোর মধ্যে বেছে নেওয়ার সুবিধাও পাবেন না। রিফান্ড পেতেও দেরি হবে।
কীভাবে আয়কর রিটার্ন জমা দেবেন?
- আয়ের প্রমাণ সহ সমস্ত প্রয়োজনীয় নথি নিন, ফর্ম ১৬, ফর্ম ২৬এএস, ব্যাঙ্ক ইন্টারেস্ট সার্টিফিকেট জমা দিতে হবে।
- ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।
- আইটিআর জমা দেওয়ার পর তা যাচাই করে নিন যে ঠিক তথ্য জমা দিয়েছেন কি না।
