AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio Cheapest Plan: দাম তো বেড়েছে, সারা বছরের জন্য Jio-র এই দুই প্ল্যানে কী কী পাওয়া সম্ভব জেনে নিন

Jio Cheapest Plan: আপনি আনলিমিটেড 5G ডেটা, জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউড ব্যবহার করতে পাবেন। এই প্ল্যানটিও পুরো বছরের জন্য বৈধ হবে।

Jio Cheapest Plan: দাম তো বেড়েছে, সারা বছরের জন্য Jio-র এই দুই প্ল্যানে কী কী পাওয়া সম্ভব জেনে নিন
| Updated on: Jul 15, 2024 | 7:22 PM
Share

নয়া দিল্লি: রিলায়েন্স জিও সম্প্রতি তাদের রিচার্জ প্ল্যানে বেশ কিছু বদল এনেছে। বার্ষিক রিচার্জ প্ল্যানে পরিবর্তন আনার পর প্রতিদিন ১.৫ জিবি বা ২ জিবি ডেটা প্ল্যান সহ অনেকগুলি বার্ষিক প্ল্যান ছিল। কিন্তু এখন মূল্যবৃদ্ধির পর, শুধুমাত্র দুটি বার্ষিক প্ল্যান বাকি আছে এবং দুটিই ব্যয়বহুল।

এই দুটি প্ল্যান হল ৩৫৯৯ টাকা এবং ৩৯৯৯ টাকার। কী কী পাওয়া যায় এতে, দেখে নিন

Jio-র ৩৫৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড কলের সুবিধা। প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, আপনি পাবেন আনলিমিটেড ৫জি ডেটা, জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউড। ৩৬৫ দিনের জন্য এই প্ল্যান।

Jio-র ৩৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে আপনি আনলিমিটেড কল করার সুবিধা পাবেন। প্রতিদিন ১০০টি এসএমএস এবং ২.৫জিবি ডেটাও পাবেন। এছাড়াও, আপনি আনলিমিটেড 5G ডেটা, জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউড ব্যবহার করতে পাবেন। এই প্ল্যানটিও পুরো বছরের জন্য বৈধ হবে।

আগে এই প্ল্যানগুলি সস্তা ছিল। ৩৫৯৯ টাকার প্ল্যানের দাম আগে ছিল ২৯৯৯ টাকা এবং ৩৯৯৯ টাকা। এখন এটাই দেখার যে জিও কবে নতুন বার্ষিক প্ল্যান আনবে। উভয় প্ল্যানেই প্রতিদিন ২.৫জিবি ডেটা পাওয়া যেত।