চাকরি করার পাশাপাশি জীবনে সঞ্চয়ও খুব গুরুত্বপূর্ণ। কারণ শেষ বয়সের সম্বলই হল এই সঞ্চয়। তাই প্রথম থেকেই এই সঞ্চয়ে নজর দেওয়া বাঞ্ছনীয়। সদ্য পেশাদার জীবনে পা রাখা চাকরিজীবীদের জন্য সঞ্চয়ের একাধিক উপায়ও রয়েছে। যেমন, ফিক্সড ডিপোজ়িট, প্রভিডেন্ট ফান্ড, শেয়ারে বিনিয়োগের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন যেকোনও ব্যক্তি। দেশের এক এক ব্যক্তি সঞ্চয়ের জন্য এক একটি পথ বেছে নেন। দেশের মোট আয়ের প্রায় ২৭ শতাংশ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজ়িটে বিনিয়োগ করা হয়ে থাকে। যার মোট মূল্য ৭ লক্ষ কোটি টাকা।