AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্রিতেই করুন Aadhaar-PAN লিঙ্ক, লাগবে না জরিমানার ১ হাজার টাকা!

Aadhaar-PAN Link: এখনও যাঁদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাদের জরিমানা দিতে হবে। কিন্তু সকলকেই কি এই জরিমানা দিতে হবে?

ফ্রিতেই করুন Aadhaar-PAN লিঙ্ক, লাগবে না জরিমানার ১ হাজার টাকা!
Follow Us:
| Updated on: Jun 15, 2025 | 2:24 PM

আয়কর দফতরের নির্দেশিকা অনুযায়ী প্যান ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে ২০২৩ সালের ৩০ জুন। এমনকি পরবর্তীতে তা বাড়িয়ে করা হয় ৩১ মে ২০২৪। কিন্তু নির্দেশিকা অনুযায়ী এই সময়ের মধ্যে করতে হলে জরিমানা দিতে হত। এর পরবর্তীতে যে সব প্যান কার্ডের সঙ্গে এখনও আধার লিঙ্ক হয়নি সেই সব কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে! আপনিও প্যান কার্ডে এই ভুল করে বসে নেই তো?

তবে, এখনও যাঁদের আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়নি তাঁরা এখনও আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে পারবেন। তবে তার জন্য ১ হাজার জরিমানা দিতে হবে প্যান কার্ড হোল্ডারকে। আর এই জরিমানা দেওয়ার ৭ থেকে ৩০ দিনের মধ্যে প্যান কার্ড নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে দেওয়া হবে।

যাদের প্যান-আধার লিঙ্ক নেই তাদের সকলকেই কি এই জরিমানা দিতে হবে? না, জরিমানা সবাইকে দিতে হবে না। জরিমানা থেকে বাঁচার বেশ কিছু মানদণ্ড রয়েছে। এই ১ হাজার টাকা জরিমানা আপনাকে দিতে হবে না। যদি, আপনি এক্সটেম্পটেড ক্যাটেগরির অধীনে পড়েন বা ২০২৪ সালের ১ অক্টোবরের আগে আধার এনরোলমেন্ট আইডি সহ প্যানকার্ড পেয়েছেন।

আপনি কি এক্সটেম্পটেড ক্যাটেগরি?

যাঁরা জম্মু-কাশ্মীর, আসাম বা মেঘালয়ের বাসিন্দা, তাঁদের কোনও জরিমানা দিতে হবে না। ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী যে সব অনাবাসী ভারতীয় ভারতে কর দেয় তাদের কোনও জরিমানা লাগবে না। এ ছাড়াও আপনার বয়স যদি ৮০ পেরিয়ে গিয়ে থাকে তাহলেও কোনও জরিমানার মুখে পড়তে হবে না আপনাকে। এর বাইরের কেউ যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড এখন লিঙ্ক করাতে যায় তাহলেই তাকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।