Excise Duty Hike: সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর, একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে মদের দাম
Karnataka Budget 2023: ভারতে তৈরি বিদেশি মদ (ইন্ডিয়ান মেড ফরেন লিকার)-র ১৮টি স্ল্যাবেই ২০ শতাংশ করে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিয়ারের উপরও আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বেঙ্গালুরু: প্রতি রাজ্যই রাজস্ব বাবদ যে আয় করে, তার একটা বড় অংশই আসে মদ বিক্রি করে। বিহার, গুজরাট ড্রাই স্টেট হওয়ায়, এই রাজ্যগুলিতে মদ বিক্রি হয় না। তবে অন্য়ান্য যে রাজ্যগুলিতে মদ বিক্রির উপরে কোনও নিষেধাজ্ঞা নেই, তাদের আয়ের একটি বড় অংশই সুরাপ্রেমীদের দৌলতে আসে। বিশেষ করে উৎসবের মরশুমে বা বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষে মদের বিক্রি আরও বেড়ে যায়। তবে সুরাপ্রেমীদের জন্য় এবার রয়েছে খারাপ খবর। একধাক্কায় বেশ অনেকটা বাড়তে চলেছে মদের দাম। বিয়ার থেকে শুরু করে বিদেশি দামি মদ- সবকিছুরই দাম বাড়তে চলেছে।
সম্প্রতিই মদের উপরে আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। নব নির্বাচিত কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গত সপ্তাহের শুক্রবারই ২০২৩-২৪ অর্থ বাজেট পেশ করেন বিধানসভায়। সেখানেই রাজ্য সরকারের তরফে অতিরিক্ত আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাবনা জমা দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ভারতে তৈরি বিদেশি মদ (ইন্ডিয়ান মেড ফরেন লিকার)-র ১৮টি স্ল্যাবেই ২০ শতাংশ করে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিয়ারের উপরও আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে বিয়ারের উপরে ১৭৫ শতাংশ আবগারি শুল্ক রয়েছে। তা বাড়িয়ে ১৮৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে বাজেটের বক্তব্যে সিদ্দারামাইয়া জানান, আবগারি শুল্ক বাড়ানোর পরও রাজ্যে মদের দাম অন্য়ান্য রাজ্যের তুলনায় কম থাকবে। ২০২৩-২৪ অর্থবর্ষে আবগারি শুল্ক থেকে ৩৬ হাজার কোটি টাকা উপার্জন করার লক্ষ্মাত্রা স্থির করেছে নতুন কর্নাটক সরকার।