Train Fare Decrease: বন্দে ভারত-ভিস্তাডোম সহ এগজিকিউটিভ ক্লাস ট্রেনের ভাড়া কমছে

Train Fare: গত একমাসে যে সমস্ত ট্রেনের ৫০ শতাংশের কম টিকিট বিক্রি হয়েছে, সেই সমস্ত ট্রেনেও নতুন ভাড়া কার্যকরের ব্যাপারে বিবেচনা করা হবে। এদিন থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে।

Train Fare Decrease: বন্দে ভারত-ভিস্তাডোম সহ এগজিকিউটিভ ক্লাস ট্রেনের ভাড়া কমছে
কমতে চলেছে ট্রেনভাড়া।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 6:03 PM

নয়া দিল্লি: এসি ট্রেন সফর আরও সস্তা হচ্ছে। ট্রেনের এসি চেয়ার কোচের (AC Chair car) ভাড়া ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। শনিবার বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে রেলওয়ে বোর্ড। ভাড়া কমার তালিকায় বন্দে ভারত (Vande Bharat Express), অনুভূতি (Anubhuti) এবং ভিস্তাডোম (Vista dome)-এর মতো সমস্ত এগজিকিউটিভ ক্লাসের ট্রেন রয়েছে। তবে এসি চেয়ার কোচের কী পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে, তার উপর নির্ভর করেই ভাড়ার পরিমাণ কমানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

ট্রেনের এসি চেয়ার কোচের ভাড়া কমানোর সিদ্ধান্ত গৃহীত হলেও কোন জোনের, কোন ট্রেনের, কত ভাড়া কমানো হবে, সে ব্যাপারে রেলবোর্ড সিদ্ধান্ত নিচ্ছে না। পুরো বিষয়টি জোনাল চিফ ম্যানেজারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে বলে রেলমন্ত্রক জানিয়েছে।

ট্রেনের এসি চেয়ার কোচের কেবল মূল ভাড়া কমানো হচ্ছে। জিএসটি, রিজার্ভেশন সহ অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকবে বলেও স্পষ্ট করে দিয়েছে রেলবোর্ড। রেলের বিবৃতিতে বলা হয়েছে, “এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ সমস্ত এগজিকিউটিভ ক্লাস ট্রেনে মূল ভাড়া সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবার চার্জ পৃথকভাবে নেওয়া হবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “গত একমাসে যে সমস্ত ট্রেনের ৫০ শতাংশের কম টিকিট বিক্রি হয়েছে, সেই সমস্ত ট্রেনেও নতুন ভাড়া কার্যকরের ব্যাপারে বিবেচনা করা হবে।” এদিন থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে এবং যে সমস্ত যাত্রীরা ইতিমধ্যে এগজিকিউটিভ ট্রেনের এসি চেয়ার কোচের টিকিট বুকিং করেছেন, তাঁরা নতুন নিয়মের অধীনে আসবেন না। অর্থাৎ তাঁদের টিকিটের টাকা ফেরত হবে না।

অন্যদিকে, যে সমস্ত ট্রেনের এসি চেয়ার কোচে নির্ধারিত আসনের তুলনায় টিকিটের চাহিদা বেশি, সেই সমস্ত ট্রেনে ভাড়া কমার নতুন এই নিয়ম কার্যকর হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছে রেল। অর্থাৎ আসনের ভিত্তিতেই ভাড়া কমার বিষয়টি নির্ভর করছে। আবার স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।