AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mediclaim: GST কমার পরও কমেনি স্বাস্থ্য বিমার খরচ? আপনার জন্য রয়েছে ভাল খবর!

GST and IRDAI: ইতিমধ্যেই দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই বা Insurance Regulatory and Development Authority of India-র সঙ্গে বৈঠক করেছে ভারত সরকার। এই বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতাল ও বিমা সংস্থাগুলোর শীর্ষ কর্তারা। এই বৈঠকের লক্ষ্য একটাই, প্রিমিয়ামের খরচে লাগাম টেনে ধরা।

Mediclaim: GST কমার পরও কমেনি স্বাস্থ্য বিমার খরচ? আপনার জন্য রয়েছে ভাল খবর!
আরও কমবে মেডিক্লেমের প্রিমিয়াম?
| Updated on: Nov 24, 2025 | 7:26 PM
Share

গত কয়েক মাস ধরেই ক্রমাগত দাম বাড়ছে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের। একদিকে যেমন বাড়ছে চিকিৎসার খরচ, তেমনই ক্লেম মেটানোর ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার কঠোর ভাবে হস্তক্ষেপ করতে চলেছে ভারত সরকার।

ইতিমধ্যেই দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই বা Insurance Regulatory and Development Authority of India-র সঙ্গে বৈঠক করেছে ভারত সরকার। এই বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতাল ও বিমা সংস্থাগুলোর শীর্ষ কর্তারা। এই বৈঠকের লক্ষ্য একটাই, প্রিমিয়ামের খরচে লাগাম টেনে ধরা।

স্বাস্থ্য বিমার খরচ বাড়ার কারণ কী?

সময়ের সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে স্বাস্থ্য খাতের খরচ। আর এই খরচ বৃদ্ধি সাধারণ মুদ্রাস্ফীতির তুলনায় বেশ অনেকটাই বেশি। এমনকি গোটা বিশ্বে স্বাস্থ্য খাতে যে হাতে খরচ বাড়ছে তার তুলনায় ভারতে খরচ বাড়ছে অনেকটাই বেশি হারে। Aon-এর রিপোর্ট বলছে, ভারতে স্বাস্থ্য খাতে মুদ্রাস্ফীতির হার আগামী বছর দাঁড়াবে ১১.৫ শতাংশে। গোটা বিশ্বে এই হার কিন্তু ৯.৮ শতাংশ।

বিমা সংস্থাগুলো এজেন্টদের প্রায় ২০ শতাংশ পর্যন্ত মোটা কমিশন দিয়ে থাকে। এই খরচ যায় গ্রাহকের পকেট থেকেই। এ ছাড়াও ক্লেম মেটানোর সময় সংস্থাগুলো অনেক সময়ই প্রয়োজনের তুলনায় কম টাকা দেয়। আর এই বিষয়গুলো নিয়েই উদ্বেগ প্রকাশ করছে আইআরডিএআই।

এই চাপ কমাতে একাধিক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। এর মধ্যে অন্যতম হল প্রিমিয়ামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া এবং এজেন্টদের কমিশনের উপর নিয়ন্ত্রণ আনা। এছাড়া, সরকার আরও দেখছে, সম্প্রতি যে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি শূন্য করা হোয়েছে, সেই সুবিধা পলিসি হোল্ডারদের কাছে পৌঁছাচ্ছে কি না।