Middle Class Trap: ঘুম ভাঙলেই মধ্যবিত্ত দেখবে পায়ের নীচে মাটি নেই! নিশ্চিত সর্বনাশ থেকে বাঁচবেন কীভাবে?
Debt Trap: আমাদের দেশের মধ্যবিত্তের অবস্থা এখন অনেকটা ওই স্লিপ ওয়াকিং সিনের লেডি ম্যাকবেথের মতো। কিন্তু যখন তাঁদের এই ঘুম ভাঙবে, তখন পায়ের নীচে থেকে মাটি সরে যেতে পারে তাঁদের।

উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক ম্যাকবেথের একটা দৃশ্য (Scene) রয়েছে যেখানে দেখা যাবে লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যেই হেঁটে বেড়াচ্ছেন। ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছে এই দৃশ্য ‘স্লিপ ওয়াকিং সিন’ (Sleep Walking Scene) নামেই পরিচিত।
মার্সেলাস ইনভেস্ট ম্যানেজার্সের প্রতিষ্ঠাতা ও অর্থনৈতিক বিশেষজ্ঞ সৌরভ মুখার্জি বলছেন আমাদের দেশের মধ্যবিত্তের অবস্থা এখন অনেকটা ওই স্লিপ ওয়াকিং সিনের লেডি ম্যাকবেথের মতো। কিন্তু যখন তাঁদের এই ঘুম ভাঙবে, তখন পায়ের নীচে থেকে মাটি সরে যেতে পারে তাঁদের। কারণ, এই দেশের মধ্যবিত্তরা আসন্ন সঙ্কট নিয়ে একেবারেই চিন্তিত নয়।
সৌরভ বলছেন, ভারতের মানুষের সঞ্চয়ের পরিমাণ কমেছে হুহু করে। বেড়েছে ঋণের পরিমাণ। একটি পডকাস্টে তিনি বলছেন, “আমাদের দেশে বছরে ১ কোটি ছেলেমেয়ে গ্র্যাজুয়েট হচ্ছে। যাদের হাতে নূন্যতম সঞ্চয়টুকু নেই, আর অন্যদিকে প্রযুক্তির দুরন্তগতিতে উন্নতি হচ্ছে। আর এটা একটা ধ্বংসাত্মক অবস্থা”।
তিনি আরও বলেন, “বিদেশে এই প্রযুক্তির প্রভাবে তেমন ছাঁটাই হবে না। কারণ বাইরের দেশে কম খরচে লেবার পাওয়া যায় না। কিন্তু ভারতের অবস্থা তো তেমন নয়। আমাদের দেশের গড় বয়স ২৮ বছর। আর যে ভাবে শিক্ষিত যুবক যুবতী বাড়ছে, সেভাবে চাকরির সুযোগ বাড়ছে না”।
সৌরভ মুখার্জি বলছেন তিনি সাধারণ মানুষের কাছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে কিছুই শুনতে পাচ্ছে না। কিন্তু যাঁদের ৩০ বা ৪০ বছর বয়স তাঁরা ইলেকট্রনিক্স গ্যাজেট বা গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবছেন। অনেকে আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করছেন। আর এর ফলে তাঁদের সঞ্চয় বলে তেমন কিছুই নেই।
