Mukesh Ambani: শীঘ্রই রিলায়েন্সের বিশেষ ঘোষণা! বড় বিনিয়োগ করতে চলেছেন অম্বানী
Mukesh Ambani: স্মার্টফোন থেকে শুরু করে রিটেল ব্যবসার পর এবার বিনোদন দুনিয়ায় একের পর এক ব্যবসার সঙ্গেও যুক্ত হচ্ছেন অম্বানী। আইপিএল চুক্তির পর রিলায়েন্স জিও সিনেমা, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে তাঁর সংস্থা।
নয়া দিল্লি: এক বড়সড় ব্যবসায়িক চুক্তি করতে চলেছেন রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানী। সূত্রের খবর, এশিয়ার ধনীতম ব্যক্তি এবার কিনে নিতে চলেছেন ওয়াল্ট ডিজনি-র ভারতীয় শাখা। Times Of India-র প্রকাশিত তথ্য অনুযায়ী, এই চুক্তি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। মার্কিন সংস্থা ওয়াল্ট ডিজনি অন্তত ১০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করতে চলেছে বলে জানা গিয়েছে।
আগামী মাসেই দুই সংস্থার তরফে চুক্তির কথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। রিলায়েন্সের বেশ কয়েকটি বিভাগের সঙ্গে ডিজনি মিশেও যেতে পারে। তবে চুক্তি বা সেই চুক্তির মূল্য সম্পর্কে এখনও কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। পুরো চুক্তি কার্যকর হওয়ার পর ভারতীয় শাখায় ডিজনির শেয়ার থাকবে খুবই কম। রিলায়েন্স বা ডিজনি- কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
স্মার্টফোন থেকে শুরু করে রিটেল ব্যবসার পর এবার বিনোদন দুনিয়ায় একের পর এক ব্যবসার সঙ্গেও যুক্ত হচ্ছেন অম্বানী। আইপিএল চুক্তির পর রিলায়েন্স জিও সিনেমা, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছেন অম্বানীরা। চলতি বছরের শুরুর দিকে ওয়ার্নার ব্রস ডিসকভারি সংস্থার অধীন এইচবিও-র সঙ্গে চুক্তি হয় রিলায়েন্সের।
এদিকে, ভারতে লোকসান করার পরও ব্য়বসা চালিয়ে যাচ্ছে ডিজনি। সে কারণেই এবার বিভিন্ন ভাবে ওই মার্কিন সংস্থা ব্যবসার চেষ্টা চালাচ্ছে বলে সূত্রের খবর।