Post Office: মাস গেলে হাতে আসবে ৯ হাজার টাকা, পোস্ট অফিসের এই স্কিমে লক্ষ্মীলাভের সুযোগ
Post Office: এই স্কিমের বিস্তারিত জানতে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম অ্যাকাউন্টের জন্য আলাদা ফর্ম পাওয়া যায়। অ্যাকাউন্ট খোলার পর নগদে বা চেকে টাকা জমা করতে পারেন। নথি হিসাবে প্যান কার্ড, আধার কার্ড প্রয়োজন হয়।
সকলেই নিজেদের মতো করে সঞ্চয়ের চেষ্টা করে। আয় যাই হোক না কেন, তার সঙ্গে সঙ্গতি রেখে সকলেই চান ভবিষ্যতের জন্য অন্তত কিছুটা যাতে সুরক্ষিত করা যায়। আর সেভিংসের ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় বোধহয় পোস্ট অফিসের স্কিমগুলিই। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে (POMIS) টাকা রেখে মাসে ৯ হাজার টাকা অবধি আয় সম্ভব।
৫ বছরের জন্য রাখতে হবে টাকা। পোস্ট অফিসের এই স্কিমে শুধু আর্থিক সুরক্ষাই নয়, সুদও বেশ নজরকাড়া। যদি ৫ বছরের জন্য কেউ বিনিয়োগ করেন, মোটা অঙ্ক লাভ হতে পারে। পোস্ট অফিসের মাসিক এই সেভিংস স্কিমে সিঙ্গল অ্যাকাউন্টে কমপক্ষে ১ হাজার টাকা অবধি রাখা যায়। সবথেকে বেশি ৯ লক্ষ টাকা। জয়েন্ট অ্যাকাউন্ট হলে সর্বোচ্চ রাখতে পারবেন ১৫ লক্ষ টাকা। অর্থাৎ স্বামী-স্ত্রী চাইলে জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা অবধি রাখতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক ৩ জনের নাম থাকতে পারে।
মাসে ৯ হাজার টাকা পর্যন্ত আয় চাইলে, তার জন্য খুলতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট। ধরা যাক, এই অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা রাখলেন। ৭.৪ শতাংশ সুদে বছরে ১.১১ লক্ষ টাকা হবে। ১২ মাসে ৯ হাজার ২৫০ টাকা অবধি হাতে আসতে পারে। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার বেশি লগ্নিতে বছর ৬৬ হাজার ৬৬০ টাকা হয়। প্রতি মাসে অঙ্কটা দাঁড়ায় ৫ হাজার ৫৫০ টাকার আশেপাশে।
এই স্কিমের বিস্তারিত জানতে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম অ্যাকাউন্টের জন্য আলাদা ফর্ম পাওয়া যায়। অ্যাকাউন্ট খোলার পর নগদে বা চেকে টাকা জমা করতে পারেন। নথি হিসাবে প্যান কার্ড, আধার কার্ড প্রয়োজন হয়।