USA-র সঙ্গে আলোচনা, কমতে পারে শুল্ক, China-কে পিছনে ফেলতে হাত মেলাচ্ছে দুই দেশ!
Donald Trump, Reciprocal Tariffs: FIEO অনুমান করছে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেলে আগামী ৩ বছরের মধ্যে সে দেশের ভারতের রফতানির পরিমাণ দ্বিগুণ হবে।

এপ্রিলেই একাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে ছিল ভারতও। ভারতের উপর প্রায় ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট। যদিও পরবর্তীতে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। আর এবার এক সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ভারত ও আমেরিকার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে।
ভারতের উপর প্রস্তাবিত আমেরিকান শুল্কের যে ৯০ দিনের স্থগিতাদেশ রয়েছে তা ওঠার কথা আগামী ৯ জুলাই। আর তার আগেই ভারতের সঙ্গে একটি চুক্তি করে ফেলতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অবশ্য, দুই দেশই বেশ কয়েকটি বিষয় নিয়েই দ্বিধাগ্রস্ত।
আমেরিকা চাইছে ভারত তাদের বাজার জেনেটিক্যালি পরিবর্তিত খাদ্য শস্যের জন্য উন্মুক্ত করে দিক। কিন্তু এমনটা হলে ক্ষতি হবে আমাদের দেশের কৃষকদেরই। আর সেই কারণেই এই বিষয়ে এগোতে চাইছে না ভারত। এ ছাড়াও আমেরিকা ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে প্রবেশ করতে চাইছে। আর এমনটা হলে গ্রামীণ জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। আর এমনটা হোক, চায় না কেন্দ্র।
ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস অনুমান করছে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেলে আগামী ৩ বছরের মধ্যে সে দেশের ভারতের রফতানির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে।
একটি সূত্র বলছে, ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক চালু হয়ে গেলে চাপে পড়বে একাধিক দেশ, যারা আমেরিকায় বিভিন্ন পণ্য রফতানি করে। এর মধ্যে সবচেয়ে বড় নাম হল চিন। আর এই চুক্তি চালু হওয়ার আগে ভারত-আমেরিকার আভ্যন্তরীণ চুক্তি সম্পন্ন হলে ভারত অনেক কম শুল্কে আমেরিকায় বিভিন্ন পণ্য রফতানি করতে পারবে। যা চিনকে একটা বিরাট ধাক্কা দিতে পারে।
